আর্জেন্টিনাকে কোপা আমেরিকার ট্রফি উপহার দিয়েই ছুটিতে চলে গিয়ে ছিলেন লিওনেল মেসি। এজন্য মাঠের লড়াইয়ের জন্য এখনো পুরোপুরি ফিট নন আর্জেন্টাইন এ ফুটবলার।
যে কারণে প্যারিস সেন্ট-জার্মেইয়ের (পিএসজি) হয়ে মাঠে নামতে আরও কিছু দিন সময় লাগবে মেসির। অনুশীলনে ঘাম ঝরিয়ে নিজেকে প্রস্তুত করছেন এখন তিনি।
কোচ মরিসিও পচেত্তিনো চান ফুটবল সুপারস্টার মেসি শতভাগ ফিট হয়েই মাঠে নামবেন। স্কাই স্পোর্টস জানিয়েছে, ফরাসি লিগ ওয়ানে ২৯ আগস্ট রেইমসের বিপক্ষে অভিষেক হতে পারে পিএসজির এ ফুটবল মহাতারকার।