Top

নিত্যপণ্যের দাম বৃদ্ধি: বাজার মনিটরিং জোরদার করবে বাণিজ্য মন্ত্রণালয়

২৫ আগস্ট, ২০২১ ২:৩৪ অপরাহ্ণ
নিত্যপণ্যের দাম বৃদ্ধি: বাজার মনিটরিং জোরদার করবে বাণিজ্য মন্ত্রণালয়

সম্প্রতি ভোজ্যতেল, চিনি ও চালের মূল্য বৃদ্ধির ফলে জেলা-উপজেলায় নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম মনিটরিং জোরদার করা হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বুধবার (২৫ আগস্ট) বাণিজ্য মন্ত্রণালয়ে নিত্যপ্রয়োজনীয় পণ্য মজুদ, সরবরাহ ও মূল্য পরিস্থিতি পর্যালোচনা সভায় এ সিদ্ধান্ত হয়েছে।

বাণিজ্য সচিব তপন কান্তি ঘোষের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে এফবিসিসিআইয়ের সিনিয়র সহ-সভাপতি মোস্তফা আজাদ চৌধুরী, প্রতিযোগিতা কমিশনের চেয়ারম্যান মফিজুল ইসলাম, টিসিবির চেয়ারম্যান আরিফুল হাসান, বিভিন্ন মন্ত্রণালয় ও সংস্থার কর্মকর্তা ও ব্যবসায়ী প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

বৈঠক শেষে বাণিজ্য সচিব তপন কান্তি ঘোষ সাংবাদিকদের বলেন, প্রান্তিক মানুষের চাহিদা মেটাতে সহনীয় মূল্যে টিসিবি পণ্য বিক্রি আড়াই গুন বাড়ানো হয়েছে। আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে যাতে দেশের বাজারে আমদানি পণ্য বেচাকেনা হয়, সেজন্য মনিটরিং জোরদার করা হবে। কেউ যদি অন্যায়ভাবে বেশি দাম নেয় তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

গত কয়েকদিনে দেশের বাজারে চিনি ও খোলা ভোজ্যতেলের দাম বেশ বেড়েছে।

শেয়ার