ক্রিশ্চিয়ানো রোনালদোর দলবদল নিয়ে নাটক শেষই হচ্ছে না। এবার যেন পুরো উল্টে গেল পর্তুগিজ তারকার দল বদলানোর। জুভেন্তাস ছাড়তে চান, এমন ইচ্ছের কথা জানা গিয়েছিল স্পষ্টই। শুক্রবার তিনি ছেড়ে গিয়েছেন তুরিন, বিদায় বলেছেন সতীর্থদের। তার নতুন ক্লাব হিসেবে জোরেশোরে নাম শোনা যাচ্ছিল ম্যানচেস্টার সিটির।
বেশ কিছু গণমাধ্যম বলছিল, ক্লাবটির সঙ্গে সবকিছু চূড়ান্তও হয়ে গেছে রোনালদোর। আর কোনো ক্লাব তার ব্যাপারে আগ্রহী না, বলা হচ্ছিল এমনটিও। কিন্তু এবার এই দলবদল নিয়েছে নতুন মোড়। রোনালদোকে পেতে নিজেদের ইচ্ছের কথা জানিয়েছে তার পুরোনো ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডও।
দলটির কোচ ওলে গানার শোলসার বলেছেন, ‘ক্রিশ্চিয়ানো রোনালদো? আমাদের মধ্যে সবসময়ই ভালো যোগাযোগ আছে। ব্রুনোও (রোনালদোর পর্তুগিজ সতীর্থ) তার সঙ্গে কথা বলেছে। সে জানে তার ব্যাপারে আমাদের অনুভূতি কী। রোনালদো যখনই জুভেন্তাস ছাড়তে চাইবে, সে জানে আমরা আছি।’
রোনালদোকে দলের কিংবদিন্ত আখ্যা দিয়ে তিনি বলেছেন, ‘ক্রিশ্চিয়ানো এই ক্লাবের কিংবদন্তি। আমাকে যদি জিজ্ঞেস করেন, সর্বকালের সেরা খেলোয়াড়। আমার সৌভাগ্য তার সঙ্গে খেলতে পেরেছি। সুযোগ পেলে তার কোচও হতে পারি। দেখা যাক কী হয়।’
রোনালদোর দলবদলের বিষয়ে কথা বলেছেন সিটি কোচ পেপ গার্দিওলাও। তিনি বলেছেন, ‘আগামী তিন-চার দিনে যেকোনো কিছুই ঘটতে পারে। রোনালদোসহ বেশ কিছু ফুটবলার আছে যারা তাদের খেলার ব্যাপারে সিদ্ধান্ত নিচ্ছে। এখনো কিছু বিষয় বেশ দূরে রয়ে গেছে।’
ট্রান্সফার বিশেষজ্ঞ ফ্যাব্রিসিও রোমানো বলছেন, গতকাল (বৃহস্পতিবার) থেকেই বেতন নিয়ে রোনালদোর সঙ্গে আলোচনা চলছে ম্যান ইউর। একসময় ক্লাবটির হয়ে খেলা এই তারকা ফুটবলারকে ফেরাতে মরিয়া ইউনাইটেড। রোনালদোর অ্যাজেন্টের সঙ্গে আলোচনা চলছে সিটির। আগামী কয়েক ঘণ্টা যে আরও অনেক নাটক হবে, তা বলার অপেক্ষা রাখে না।
Manchester United have been in direct contact with Jorge Mendes since yesterday night for Cristiano Ronaldo comeback. Now board talking about figures of the deal, potential salary & also fee for Juventus. 🔴🇵🇹 #MUFC
Man United are now “seriously interested” – as Man City too. pic.twitter.com/InVvBKua1J
— Fabrizio Romano (@FabrizioRomano) August 27, 2021