Top
সর্বশেষ

দানি কারবাহালের গোলে ১-০ ব্যবধানের জয়

২৯ আগস্ট, ২০২১ ৯:৫৮ পূর্বাহ্ণ
দানি কারবাহালের গোলে ১-০ ব্যবধানের জয়

রিয়াল মাদ্রিদের রক্ষণভাগের খেলোয়াড় দানি কারবাহাল এপ্রিলে ইনজুরিতে পড়েছিলেন। লম্বা সময়ের ইনজুরি কাটিয়ে শনিবার দিবাগত রাতে রিয়াল বেটিসের বিপক্ষে মাঠে নামেন। ৬১ মিনিটে তার করা দারুণ গোলে ১-০ ব্যবধানের জয় পেয়েছে লস ব্লাঙ্কোসরা।

ঘরের মাঠে রিয়ালের বিপক্ষে দারুণ দারুণ কিছু সুযোগ তৈরি করেছিল বেটিস। কিন্তু সেগুলো কাজে লাগাতে পারেনি তারা। ম্যাচের ৬১ মিনিটে কারবাহালের গোলে এগিয়ে যায় রিয়াল। এ সময় বামদিকে ডি বক্সের ভেতর থেকে ডানদিকে ক্রসে কারবাহালকে বল বাড়িয়ে দেন করিম বেনজেমা। কারবাহাল ভলিতে দারুণ এক গোল করেন। তার গোলে এগিয়ে যায় রিয়াল।

এরপর গোল শোধের সুযোগও পেয়েছিল বেটিস। কিন্তু কাজে লাগাতে পারেনি সেটিও। তাতে চার মাস পর রিয়ালের হয়ে মাঠে নামা কারবাহালের গোলে পূর্ণ ৩ পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে গেল মৌসুমের রানার্স-আপরা। এই জয়ে ৩ ম্যাচ থেকে ৭ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে অবস্থান নিয়েছে কার্লো আনচেলোত্তির শিষ্যরা।

শেয়ার