Top
সর্বশেষ

মৌসুমের শুরুটা ভালো হলো না জুন্টাসের

২৯ আগস্ট, ২০২১ ১০:০৪ পূর্বাহ্ণ
মৌসুমের শুরুটা ভালো হলো না জুন্টাসের

মৌসুমের শুরুটা একেবারেই ভালো হলো না জুন্টাসের। ড্র দিয়ে মৌসুম শুরু করেছে বর্তমান চ্যাম্পিয়নেরা। প্রথম ম্যাচের পর এবার দ্বিতীয় ম্যাচে এসেই হার দেখল রোনালদোবিহীন জুভেন্টাস। তাও আবার নবাগত এম্পোলির বিপক্ষে। নতুন দলটির বিপক্ষে একটি গোলও করতে পারল না মাস্সিমিলিয়ানো আল্লেগ্রির দল।

আলিয়াঞ্জ স্টেডিয়ামে গতকাল শনিবার রাতে জুভেন্টাসকে ১-০ গোলে হারিয়েছে এম্পোলি। দলের হয়ে ব্যবধান গড়া গোলটি করেছেন লিওনার্দো মানকুসো। একদিন আগে দলের অন্যতম তারকা ক্রিস্টিয়ানো রোনালদোকে হারিয়েছে জুভেন্টাস। তুরিন ছেড়ে ম্যানচেস্টার ইউনাইটেডে পাড়ি জমিয়েছেন রোনালদো। বড় তারকাকে ছাড়া খেলতে নেমে প্রথম ম্যাচেই হারের অভিজ্ঞতা হলো জুভেন্টাসের।

গতকাল ম্যাচের বেশির ভাগ সময় বল দখলে রেখে ১৮ বার শট নেয় জুভেন্টাস। এম্পোলি নেয় ১১টি শট। এম্পোলি সাফল্য পেয়ে যায় শুরুর দিকেই। ম্যাচের ২১তম মিনিটে এগিয়ে যায় সেরি ‘বি’ চ্যাম্পিয়ন হয়ে আসা এম্পোলি। কাছ থেকে গোলটি করেন দলটির অধিনায়ক লিওনার্দো মানকুসো। এরপর শেষ দিকে চেষ্টা করেও আর ম্যাচে ফিরকে পারেনি জুভেন্টাস।

চলতি লিগে দুই ম্যাচে এক পয়েন্ট নিয়ে ১৩তম স্থানে নেমে গেছে জুভেন্টাস। শতভাগ জয়ে ছয় পয়েন্ট নিয়ে লাৎসিও আছে এক নম্বরে। শীর্ষে আছে, গতবারের চ্যাম্পিয়ন ইন্টার মিলান দুইয়ে আছে।

শেয়ার