Top
সর্বশেষ

মাস্টার ফিড অ্যাগ্রোটেকের আইপিও আবেদন শুরু ১২ সেপ্টেম্বর

২৯ আগস্ট, ২০২১ ২:৫১ অপরাহ্ণ
মাস্টার ফিড অ্যাগ্রোটেকের আইপিও আবেদন শুরু ১২ সেপ্টেম্বর
পুঁজিবাজার ডেস্ক :

পুঁজিবাজারের এসএমই প্ল্যাটফরমে তালিকাভুক্তির অনুমোদন পাওয়া মাস্টার ফিড অ্যাগ্রোটেক লিমিটেডের প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) তারিখ নির্ধারণ করা হয়েছে। কোম্পানিটির কোয়ালিফাইয়েড ইনভেস্টরস (QI) অফার শুরু হবে আগামী ১২ সেপ্টেম্বর ( রোববার)। যা চলবে ১৬ সেপেম্বর (বৃহস্পতিবার) পর্যন্ত। বিএসইসি সূত্রে এই তথ্য জানা গেছে।

এর আগে গত ১৪ জুলাই অনুষ্ঠিত বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ৭৮৪তম কমিশন সভায় এসএমই প্ল্যাটফরমে কোম্পানিটির আইপিও প্রস্তাব অনুমোদন করা হয়।

জানা গেছে, কিউআই অফারে অভিহিত মূল্য ১০ টাকা দরে ১ কোটি শেয়ার বিক্রি করে ১০ কোটি টাকা মূলধন সংগ্রহ করবে। এই অর্থ কোম্পানিটি ব্যাংক কার্যকরি মূলধন ও কিউআই অফারের জন্য ব্যয় করবে।

৩১ ডিসেম্বর, ২০২০ তারিখে সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় বা ইপিএস ছিল ৬৮ পয়সা। পুনঃমূল্যায়ন সঞ্চিতি ছাড়া শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য ১৪ টাকা ৮ পয়সা।

কোম্পানিটির ইস্যু ম্যানেজারের দায়িত্বে আছে এনবিএল ক্যাপিটাল অ্যান্ড ইক্যুইটি ম্যানেজমেন্ট লিমিটেড এবং এশিয়ান টাইগার ক্যাপিটাল পার্টনার্স ইনভেস্টমেন্টস লিমিটেড।

পুঁজিবাজারের সব নিউজ সবার আগে পেতে থাকুন আমাদের সাথে—–

BP ShareBazar NewsBP Stock NewsBP Capital ViewsBanijjo Protidin NewsBP Capital News

বাণিজ্য প্রতিদিন/ এসকেএস

শেয়ার