ক্রিশ্চিয়ানো রোনালদো ইতালি ছেড়ে ইংল্যান্ডে পাড়ি জমিয়েছেন। ২০ মিলিয়ন ইউরোর খরচায় পর্তুগিজ মহাতারকাকে দলে নিয়েছে রেড ডেভিলরা। এছাড়া জুভেন্টাসের সঙ্গে সম্পর্ক চুকিয়ে ফিরেছেন পুরনো ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডে।
ম্যানইউতে রোনালদো প্রতি বছর বেতন পাবেন ১৯.৫ মিলিয়ন পাউন্ড। জুভেন্টাস থেকে সেটা ৬ মিলিয়ন পাউন্ড কম। তবুও তিনি এখন ইউনাইটেডের সবচেয়ে বেশি বেতনধারী ফুটবলার।
জুভেন্টাসে প্রতি সপ্তাহে রোনালদো বেতন পেতেন ৫ লাখ পাউন্ড। কিন্তু ম্যানইউতে প্রতি সপ্তাহে পাবেন ৪ লাখ ৮০ হাজার পাউন্ড। আর ম্যানইউর হয়ে রোনালদোর দ্বিতীয় অভিষেক হতে পারে ১১ই সেপ্টেম্বর নিউক্যাসেল ইউনাইটেডের বিপক্ষে।