Top
সর্বশেষ

বাজারে ‘রিয়েলমি বুক স্লিম’ ল্যাপটপ

৩০ আগস্ট, ২০২১ ৫:১৮ অপরাহ্ণ
বাজারে ‘রিয়েলমি বুক স্লিম’ ল্যাপটপ

প্রযুক্তিপ্রেমী তরুণ প্রজন্মের ক্রমবর্ধমান প্রযুক্তিগত চাহিদা মেটাতে দেশের বাজারে নিজেদের প্রথম ল্যাপটপ ‘রিয়েলমি বুক স্লিম’ নিয়ে এসেছে দেশের তরুণদের সবচেয়ে পছন্দের ব্র্যান্ড রিয়েলমি।

এ উপলক্ষে রিয়েলমি বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক টিম শাও বলেন, “এটি সত্যিই আমাদের জন্য অত্যন্ত আনন্দের একটি মুহূর্ত, কারণ আমরা তরুণদের  প্রত্যাশা পূরণে আরেক ধাপ এগিয়ে গিয়েছি। স্মার্টফোনের পাশাপাশি তরম্নণ প্রজন্মের পছন্দের ব্র্যান্ড হিসেবে রিয়েলমি আরও লাইফস্টাইল সম্পর্কিত পণ্য নিয়ে এসে তরুণদের জীবনকে আরও বর্ণিল ও সমৃদ্ধ করে তুলবে।”

ব্যবহারকারীদের লাইফস্টাইলে অনন্য মাত্রা যোগ করতে রিয়েলমি এনেছে ব্র্যান্ডটির প্রথম ল্যাপটপ ‘রিয়েলমি বুক স্লিম’। ল্যাপটপটি সম্পর্কে বিস্তারিত  জানতে ভিজিট – https://cutt.ly/BuyNow_realme_BookSlim

 

 

 

শেয়ার