Top

বিশ্বজুড়ে বেড়েছে শেয়ারবাজারের সূচক

৩০ আগস্ট, ২০২১ ৮:২১ অপরাহ্ণ
বিশ্বজুড়ে বেড়েছে শেয়ারবাজারের সূচক

এশিয়ান শেয়ারগুলো দর বৃদ্ধির মধ্য দিয়ে সপ্তাহিক কার্যক্রম শুরু করেছে। সেই সাথে সারাবিশ্বে শেয়ারবাজারের দর বৃদ্ধি লক্ষ্য করা গেছে।

শুক্রবার এক বক্তৃতায় মার্কিন ফেডারেল রিজার্ভের চেয়ারম্যান জেরোম পাওয়েল লেনদেন নীতিতে অনেকটা শিথিলতা আনেন। অনেক দিন ধরেই পুঁজিবাজারের বিনিয়োগকারীরা এ বক্তৃতার জন্য অপেক্ষা করে আসছিলেন। খবর রয়টার্সের।

শিথিলতা আনার পরেই জাপানের নিক্কি সূচক (এন২২৫) ০.৯% বৃদ্ধি পেয়েছে, এবং জাপানের বাইরে প্রাথমিক লেনদেনে এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় শেয়ারের মরগান স্ট্যানলি ক্যাপিটাল ইন্টারন্যাশনাল (এমএসসিআই) এর বিস্তৃত সূচক ০.৩২% বৃদ্ধি পেয়েছে।

অস্ট্রেলিয়া (এএক্সজেও) সূচক ০.৩৯% এবং কোরিয়ার কোপসি সূচক ০.৫৪% বৃদ্ধি পেয়েছে। ইউএস স্টক ফিউচার, এসএন্ডপি ৫০০ সূচক ০.০৪% বেড়েছে।

এদিকে হারিকেন আইডা মার্কিন যুক্তরাষ্ট্রে আঘাত হানার পর জ্বালানি প্রকল্প প্রতিদিন ১.৭৪ মিলিয়ন ব্যারেল তেল উৎপাদন স্থগিত করার পর তেলের দামও বেড়ে গিয়েছিল। মার্কিন ক্রুডের দাম ব্যারেল প্রতি ০.৮৬% বেড়ে ৬৯.৩৪ ডলার হয়েছে। ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেল প্রতি ১.২৫% বেড়ে ৭৩.৩৮ ডলারে দাঁড়িয়েছে।

সোনার দামও কিছুটা বেশি ছিল, সোনা প্রতি আউন্সের দাম ০.০৭ %বেড়ে ১৮১৭.৭৮৬৩ ডলারে লেনদেন হয়েছে।

শেয়ার