স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনায় এসে খুব বেশিদিন থাকতে পারেননি ব্রাজিলিয়ান রাইটব্যাক এমারসন রয়্যাল। কাতালানদের ছেড়ে ইংলিশ ক্লাব টটেনহ্যামে যোগ দিয়েছেন বার্সার এ সাবেক তারকা।
২০১৯ সালে ব্রাজিলিয়ান ক্লাব অ্যাতলেটিকো মিনেইরো থেকে বার্সায় যোগ দেয়া এমারসনকে দলে ভেড়ানোর দৌড়ে টটেনহ্যামের পাশাপাশি ছিল আর্সেনালও। কিন্তু স্পার্সরা খুব তাড়াতাড়ি আলোচনা করে ব্রাজিলিয়ান এ তারকাকে দলে ভিড়িয়ে নেয়। বার্সেলোনার দেয়া ৩১ মিলিয়ন ইউরোর প্রস্তাবে রাজি হয়ে এমারসনকে দলে নেয় ইংলিশ ক্লাবটি।
বার্সেলোনায় যোগ দিয়ে প্রথম দু’বছর রিয়াল বেতিসে ধারে ছিলেন ব্রাজিলিয়ান এ তারকা। বেতিস কোচ ম্যানুয়েল পেল্লেগ্রিরিনির অধিনে থেকে দলটিকে ইউরোপা লিগের গত আসরে কোয়ালিফাই করানোয় অবদান রাখেন এমারসন।