ভারতের সবচেয়ে বড় পুঁজিবাজার বোম্বে স্টক একচেঞ্জ (বিএসই) সেনসেক্স এবং নিফটি ৫০ সূচক মঙ্গলবার (৩১ আগস্ট) রেকর্ড উচ্চতায় পৌঁছেছে। এদিন লেনদেন শেষে সূচকে এমন উচ্চতা দেখা গেছে। বিএসই সেনসেক্স সূচক রেকর্ড উচ্চতায় প্রথমবারের মতো ৫৭,১০০ পয়েন্টে পৌঁছে। এদিকে নিফটি ৫০ সূচক প্রথমবারের মতো ১৭,০০০ পয়েন্ট অতিক্রম করেছে।
বিএসই সেনসেক্স সূচকে শেয়ার দর বৃদ্ধির শীর্ষে রয়েছে এইচএসএল টেক, ভারতী এয়ারটেল, টেক মাহিন্দ্রা, এশিয়ান পেইন্টস, ড. রেড্ডি’স ল্যাবরেটরিজ, সান ফার্মা, ইনফোসিস, টিসিএস, টাইটান কোম্পানি।
এমএন্ডএম, এলএন্ডটি, স্টেট ব্যাংক অব ইন্ডিয়া, ইনডাসইন্ড ব্যাংক, হাউজিং ডেভেলপমেন্ট ফাইন্যান্স কর্পোরেশন, রিলায়েন্স ইন্ডাট্রিজ দর বৃদ্ধির তালিকায় কিছুটা পেছনে পড়ে গেছে।
এর আগের দিন সোমবার (৩০ আগস্ট) বিএসই সেনসেক্স সূচক ৭৬৫ পয়েন্ট বা ১.৩৬% বেড়ে ৫৬৮৮৯ পয়েন্টে পৌঁছেছিল। অপরদিকে নিফটি ৫০ সূচক ২২৬ পয়েন্ট বা ১.৩৫% বেড়ে ১৬৯৩১ পয়েন্ট হয়েছিল।
ওইদিন বিএসই সেনসেক্স সূচকে শেয়ার দর বৃদ্ধির শীর্ষে ছিল ভারতী এয়ারটেল, অ্যাক্সিস ব্যাংক, টাটা স্টিল, টাইটান কোম্পানি, মারুতি সুজুকি, বাজাজ ফাইন্যান্স, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া (এসবিআই), এশিয়ান পেইন্টস এবং রিলায়েন্স ইন্ডাট্রিজ ।
অপরদিকে, নেসলে ইন্ডিয়া, টেক মাহিন্দ্রা, ইনফোসিস এবং টাটা কনসালটেন্সি সার্ভিসেস (টিসিএস) দর বৃদ্ধির তালিকায় কিছুটা পেছনে পড়ে গিয়েছিল।