যুক্তরাষ্ট্রের এস অ্যান্ড পি ৫০০ এবং নাসডাক সূচক সোমবার রেকর্ড উচ্চতায় পৌঁছেছে। গত সপ্তাহে ফেডারেল রিজার্ভ (ফেড) এর চেয়ারম্যান এক বক্তৃতায় অর্থনীতি পুনরুদ্ধারের আশাবাদকে জোরদার করা এবং টেপারিং নীতিতে শিথিলতা আনায় পুঁজিবাজার সূচকে এমন উত্থান দেখা গেছে। অ্যাপল, মাইক্রোসফট কর্পোরেশন, অ্যামাজন ডটকম, অ্যালফাবেট এবং এনভিডিয়া এর শেয়ার দর ০.৬% – ১.৩% বেড়েছে। কেন্দীয় ব্যাংকের ঋণে নিম্ন সুদহার বহাল থাকায় করোনাকালীন সময়েও ভালো লাভের দেখা পাচ্ছে বিনিয়োগকারীগণ। ফেডের চেয়ারম্যান জেরোম পাওয়েল শুক্রবার বলেছিলেন, কেন্দ্রীয় ব্যাংক তার ব্যাপক মুদ্রা প্রণোদনা হ্রাস করবে যদি স্থিতিশীল অর্থনৈতিক পুনরুদ্ধার পুনপ্রতিষ্ঠা হয়। আগস্টে এস এন্ড পি ৫০০ সূচক এখন পর্যন্ত ২.৬ % বৃদ্ধি পেয়েছে। ওয়েলস ফার্গো বিশ্লেষকরা আশা করছেন, বছরের শেষ নাগাদ সূচক আরও 8% বৃদ্ধি পাবে। অন্যদিকে ডাউ জোন্স ইন্ডাস্ট্রিয়াল গড়ে ০.১৬% কমেছিল কারণ অর্থনৈতিকভাবে সংবেদনশীল কোম্পানির শেয়ার দর ০.৪% কমেছে। বন্ডের লেনদেন কমে যাওয়ায় ব্যাংকের শেয়ারগুলোর উপর চাপ পড়েছে। যার ফলে এস অ্যান্ড পি ৫০০ ব্যাংকিং সূচক ১.৮৭% কমে গেছে। ৫২ সপ্তাহের মধ্যে এসএন্ডপি সূচকটি গতকাল ৪৯ পয়েন্ট বেড়ে নতুন রেকর্ড উচ্চতায় পৌঁছে। এদিকে নাসডাক সূচকটি গতকাল ১০৬ পয়েন্ট বেড়ে নতুন রেকর্ড উচ্চতায় পৌঁছে।