Top
সর্বশেষ

কুবির ডিজাস্টার রিকভারি প্ল্যান বাস্তবায়নে নেই অগ্রগতি

০১ সেপ্টেম্বর, ২০২১ ৭:৩৮ অপরাহ্ণ
কুবির ডিজাস্টার রিকভারি প্ল্যান বাস্তবায়নে নেই অগ্রগতি
মুরাদুল মুস্তাকীম, কুবি: :

করোনার প্রভাবে দীর্ঘদিন বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম বন্ধ থাকায় সৃষ্ট সেশনজট নিরসনে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের ডিজাস্টার রিকভারি গাইডলাইন বাস্তবতায়নে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) কোন অগ্রগতি হয় নি।

সংকট নিরসনে রিকভারি গাইডলাইনে শিক্ষাবর্ষের সময় কমানো, বিভিন্ন ধরনের ছুটি বাতিল, পুরো সিলেবাসে পাঠদান সম্পন্নসহ ৬টি বিষয় যুক্ত করে ইউজিসির সচিব (অতিরিক্ত দায়িত্ব) ড. ফেরদৌস জামানের স্বাক্ষরিত একটি গাইডলাইন দিয়ে সর্বশেষ গত (২২ জুন) সকল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং রেজিস্ট্রারদের নির্দেশনা প্রদান করে।

সে অনুযায়ী কুমিল্লা বিশ্ববিদ্যালয় ৬ মাসের সেমিস্টার কমিয়ে ৪ মাস এবং ইয়ার ভিত্তিক বিভাগের ক্ষেত্রে ৮ মাসে কোর্স সম্পন্ন করার সিদ্ধান্ত নেয়। এবং পরীক্ষাগুলো বিভিন্ন শিফটে ভাগ করে নেওয়াসহ কার্যকরী গাইডলাইন প্রণয়নের জন্য গত ২৩ জুন বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের ডিন রশিদুল ইসলাম শেখকে আহ্বায়ক এবং উপ-পরীক্ষা নিয়ন্ত্রক আব্দুল্লাহ আল মামুনকে সদস্য সচিব করে মোট ৭ সদস্যের কমিটি গঠন করে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিল।

কিন্ত প্রায় ৬৮ দিন পার করলেও গঠিত কমিটি ডিজাস্টার রিকভারি গাইডলাইন প্রণয়নের কোন আনুষ্ঠানিক অগ্রগতি দেখাতে পারে নি।

বিষয়টি নিয়ে আক্ষেপ প্রকাশ করে বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞান বিভাগের ১১ ব্যাচের শিক্ষার্থী মাহমুদুল হাসান রাশেদ বলেন, সেশনজট নিরসনে ‘ডিজাস্টার রিকভারি প্ল্যান’ একটি ফলপ্রসু প্রক্রিয়া। গত দেড় বছরে আমাদের একটা সেমিস্টার শেষ হয়েছে। ষষ্ঠ সেমিস্টারে ল্যাব ও ইয়ার ভাইভা সহ পাঁচটি কোর্স থাকলেও পরীক্ষা শেষ হয়েছে দুইটি। সপ্তম সেমিস্টারের পাঁচটি কোর্সের মধ্যে অনলাইনে ক্লাস শেষ হয়েছে তিনটি। যার প্রভাবে সৃষ্টি হয়েছে তীব্র সেশনজট। ডিজাস্টার রিকভারি প্ল্যানের মাধ্যমে ৬ মাসের সেমিস্টার ৪ মাসে সম্পন্ন হলে শিক্ষার্থীরা সেশনজটের ভয়াবহতা থেকে মুক্তি পাবে বলে আমি মনে করি। কিন্তু এতদিন পরে এখনও কমিটি কোন অগ্রগতি দেখায় নি। এটি সত্যি দুঃখজনক।

ডিজাস্টার রিকভারি প্ল্যান কমিটির আহ্বায়ক রশিদুল ইসলাম শেখ বলেন, আমরা চিঠিপত্র পেয়েছি, মিটিং করেছি এবং খসড়াও তৈরি করেছি খুব শীঘ্রই আমরা এটা ফাইনাল করে সিন্ডিকেটের কাছে জমা দিয়ে দিব। এই নীতিমালা বাস্তবায়ন করবে কতৃপক্ষ আমরা শুধু সুপারিশ করবো। আমরা চেষ্টা করছি ইউজিসির নির্দেশনা বাস্তবায়ন করে ছাত্রদের করোনার কারণে যে ক্ষতি হয়েছে সেটা পুষিয়ে নেওয়ার জন্য। আমরা নীতিমালাগুলো আর একটা মিটিং এ ফাইনাল করে সাবমিট করে দিব।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কমিটির সভাপতি ড. মোঃ শামিমুল ইসলাম বলেন , বিশ্ববিদ্যালয়ের প্রায় প্রতিটি বিভাগ অনলাইনে একটি বা দুইটি সেমেস্টারের ক্লাস শেষ করে রেখেছে। এখন আগে এই পরীক্ষা গুলো নিতে হবে। তারপরে ডিজাস্টার রিকভারি প্লান বাস্তবায়ন হবে। এর জন্য একাডেমিক কাউন্সিল একটি কমিটি গঠন করে দিয়েছে। কমিটির কাজ সেটি বাস্তবায়ন করা। তবে অগ্রগতি নিয়ে আমি তেমন কিছু বলতে পারব না।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রফেসর ড. মোঃ আবু তাহের বলেন, আমি করোনা আক্রান্ত। বিশ্ববিদ্যালয় থেকে ১৫ দিনের ছুটি নিয়েছি। এ বিষয়ে এখন কথা বলতে পারব না।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এমরান কবির চৌধুরীকে একাধিকবার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি প্রতিবেদকের কল রিসিভ করেন নি।

শেয়ার