Top

আফগানিস্তানের পঞ্জশির উপত্যকায় গোলাগুলি

০২ সেপ্টেম্বর, ২০২১ ১২:০৯ অপরাহ্ণ
আফগানিস্তানের পঞ্জশির উপত্যকায় গোলাগুলি

আফগানিস্তানের পঞ্জশির উপত্যকায় তালেবান ও তালেবানবিরোধীদের মধ্যে গোলাগুলির খবর পাওয়া গেছে। মোহাম্মদ জালাল নামে তালেবানের এক শীর্ষ কর্মকর্তার টুইটার অ্যাকাউন্টে করা পোস্ট থেকে এ তথ্য জানা গেছে। খবর আল জাজিরার।

তালেবান যোদ্ধারা কাবুল দখল করলেও নিয়ন্ত্রণের বাইরে দেশটির পঞ্জশির উপত্যকা। সম্প্রতি সেখানে তালেবানবিরোধী প্রতিরোধ বাহিনী কয়েকটি জেলা পুনর্দখল করে বলে জানা যায় বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে। তালেবানের পক্ষ থেকে এর আগে জানানো হয়, পঞ্জশির উপত্যকার নিয়ন্ত্রণ নেওয়ার জন্য তাদের কয়েকশ যোদ্ধা সেখানে রয়েছে।

তালেবানবিরোধী আন্দোলনে সাবেক সরকারের কিছু সেনা সদস্যসহ স্থানীয়দের সঙ্গে যুক্ত হয়ে উত্তর কাবুলের পঞ্জশিরে বিক্ষোভ করে। কয়েকদিন আগে তালেবানবিরোধী নেতা আহমেদ মাসুদ হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, তালেবান যদি শক্তি প্রয়োগ করে আমরাও প্রস্তুত আছি লড়াই করার জন্য। তালেবানবিরোধীরা বলেন তারা আলোচনা করতে প্রস্তুত আছেন ,কিন্তু আত্মসমর্পন করবে না ।

শেয়ার