Top
সর্বশেষ

শাবির নতুন প্রক্টর ড. আলমগীর কবির

০২ সেপ্টেম্বর, ২০২১ ৪:৫৪ অপরাহ্ণ
শাবির নতুন প্রক্টর ড. আলমগীর কবির
নিজস্ব প্রতিবেদক :

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নতুন প্রক্টর হিসেবে নিয়োগ পেয়েছেন গণিত বিভাগের সহযোগী অধ্যাপক ড. আলমগীর কবির। বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. ইশফাকুল হোসেন বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের সহযোগী অধ্যাপক ড. আলমগীর কবিরকে প্রক্টর হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। যোগদানের তারিখ থেকে পরবর্তী ৩ বছরের জন্য তিনি এই পদে দায়িত্ব পালন করবেন।

প্রক্টর আলমগীর কবির বলেন, আমাকে নতুন এই দায়িত্ব দেওয়ায় ধন্যবাদ জ্ঞাপন করছি উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদকে। আমি সহকর্মীদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করছি। বিশ্ববিদ্যালয়ের প্রতিটি ভালো কাজে অবদান রাখতে কাজ করে যাব।

তিনি আরও বলেন, শিক্ষার্থীদের প্রতিটি যৌক্তিক দাবি দাওয়া ও ভালো কাজের সঙ্গে আমি সবসময়ই থাকব। তাদের শিক্ষার সুষ্ঠু পরিবেশ যেন নিশ্চিত হয় সে লক্ষ্যে কাজ করব।

শেয়ার