Top
সর্বশেষ

সাবেক ঢাকা কলেজ ছাত্রলীগ নেতার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল

০৩ সেপ্টেম্বর, ২০২১ ৮:১২ অপরাহ্ণ
সাবেক ঢাকা কলেজ ছাত্রলীগ নেতার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল
ঢাকা কলেজ প্রতিনিধি :

ঢাকা কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি ও ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের যুব ও ক্রীড়া সম্পাদক প্রয়াত সাইদুল ইসলাম খান পলের স্মরণে ঢাকা কলেজে পবিত্র কোরআন খতম ও দোয়া মাহফিলের আয়োজন করেছে বাংলাদেশ ছাত্রলীগ ঢাকা কলেজ শাখা৷ শুক্রবার (৩ সেপ্টেম্বর) জুমার নামাজের পর ঢাকা কলেজের জামে মসজিদে এই দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়৷

এ সময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহাবুল-উল আলম হানিফ, আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া, যুবলীগের সভাপতি শেখ ফজলে শামস পরশ, সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল, যুবলীগের সহ-সভাপতি মজিবুর রহমান চৌধুরী নিক্সন, স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু, যুবলীগের সংগঠনিক সম্পাদক সাইফুর রহমান সোহাগ, বাংলাদের ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সভাপতি আল নাহিয়ান খান জয়, সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য।

বেশ কিছুদিন ধরে হার্টের অসুখে ভোগার পর গত ২৩ আগস্ট রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন সাইদুল ইসলাম খান পল। তিনি ১৯৮৬ সাল থেকে ১৯৯১ পর্যন্ত ঢাকা কলেজ ছাত্রলীগের সভাপতি ছিলেন। এরপর মৃত্যুর আগ পর্যন্ত তিনি ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের গুরুত্বপূর্ণ নেতা ছিলেন।

শেয়ার