Top
সর্বশেষ

ঢাকা কলেজ শিক্ষক পরিষদের নির্বাচন ১৩ সেপ্টেম্বর

০৩ সেপ্টেম্বর, ২০২১ ৯:৫৫ অপরাহ্ণ
ঢাকা কলেজ শিক্ষক পরিষদের নির্বাচন ১৩ সেপ্টেম্বর
নিজস্ব প্রতিবেদক :

ঢাকা ক‌লে‌জের শিক্ষক প‌রিষদ নির্বাচন এখানকার শিক্ষক‌দের এক‌টি উৎস‌বের অংশ। এখানে শিক্ষকবৃন্দ তাঁদের স‌চেতন বোধ ও বি‌বেচনার আশ্র‌য়ে বি‌ভিন্ন প‌দে ৭ জন শিক্ষক‌কে তাঁদের প্র‌তি‌নি‌ধি হি‌সে‌বে নির্বাচন ক‌রেন ২ বছ‌রের জন্য। পদা‌ধিকার ব‌লে অধ্যক্ষ ও উপাধ্যক্ষ ম‌হোদয় এই প‌রিষ‌দের সভাপ‌তি ও সহসভাপ‌তি। মোট ৯ জ‌নের এই প‌রিষদ শিক্ষক‌দের বি‌ভিন্ন স্বার্থ সং‌শ্লিষ্ট বিষ‌য়ে কাজ ক‌রেন।

ঢাকা কলেজ শিক্ষক পরিষদ নির্বাচন-২০২১ অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী ১৩ সেপ্টেম্বের। আসন্ন এই নির্বাচনকে ঘিরে এরই মধ্যে কলেজে বিভিন্ন পদের প্রার্থীরা শুরু করেছেন নির্বাচনী প্রচারণা।

মনোনয়ন ফরম জমা দেয়ার শেষ সময় ছিল ১ সেপ্টেম্বর (বুধবার)। এতে ৭টি পদের বিপরীতে মনোনয়ন জমা দিয়েছেন মোট ১৪ জন প্রার্থী। জানা যায়, শানিবার (৪ সেপ্টেম্বের) মনোনয়ন প্রত্যাহারের শেষ সময়।

নির্বাচনে সাধারণ সম্পাদক পদে লড়বেন তিন প্রার্থী। অর্থনীতি বিভাগের অধ্যাপক পারভীন সুলতানা হায়দার, ড. মো. আব্দুল কুদ্দুস সিকদার (বর্তমান সাধারণ সম্পাদক) এবং বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক মো. আলমগীর মিয়া।

যুগ্ম সাধারণ সম্পাদক পদে লড়বেন পদার্থবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক মো. শাহীন উদ্দিন এবং হিসাববিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ নাসির উদ্দিন।

কোষাধ্যক্ষ পদে লড়ছেন পদার্থবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মো. ওবাইদুল করিম (বর্তমান কোষাধ্যক্ষ) এবং আরবি ও ইসলামিক স্টাডিজ বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ রহমতুল্লাহ।

সেবা ও প্রকাশনা সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন সমাজবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ফারহানা আফরোজা এবং ইংরেজি বিভাগের প্রভাষক আদনান হোসেন।

ক্রীড়া ও বিনোদন সম্পাদক পদে লড়বেন ব্যবস্থাপনা বিভাগের প্রভাষক শ্রাবণী ধর এবং অর্থনীতি বিভাগের প্রভাষক মো. মাহমুদুর হাসান।

নির্বাহী সদস্য দুইজনের বিপরীতে লড়বেন তিন প্রতিদ্বন্দ্বী। তাঁরা হলেন রসায়ন বিভাগের সহকারী অধ্যাপক নকুল চন্দ্র পাল, রসায়ন বিভাগের প্রভাষক আসলাম হোসেন এবং ইসলামের ইতিহাস বিভাগের প্রভাষক মো. ফারুক হোসেন।

সাধারণ সম্পাদক পদপ্রার্থী ড. আব্দুল কুদ্দুস সিকদার বাণিজ্য প্রতিদিনকে বলেন, বর্তমান কমিটিতে আমি সাধারণ সম্পাদক হিসেবে অনেক উন্নয়নমূলক কাজ করার চেষ্টা করেছি। আশা করছি সার্বিক দিক বিবেচনায় ভোটারগণ এবারও আমাকে নির্বাচিত করবেন।

সাধারণ সম্পাদক পদের আরেক প্রার্থী মো. আলমগীর মিয়া বলেন, শিক্ষক প‌রিষ‌দের কাজই হচ্ছে সেবামূলক। এ জাতীয় কা‌জে তরুণ শিক্ষকগণই অপেক্ষাকৃত ভা‌লো নেতৃত্ব দি‌তে পা‌রেন ব‌লে আমি ম‌নে ক‌রি। আমি আশা কর‌বো শিক্ষকগণ প্রার্থী‌দের রু‌চি, সংস্কৃ‌তি ও সেবার ম‌নোভা‌বের প্র‌তি গুরুত্ব দি‌য়ে তাঁদের মূল্যবান ভোট প্রদান কর‌বেন। সকল প্রার্থীর জন্য শুভ কামনা।

কোষাধ্যক্ষ পদপ্রার্থী মোহাম্মদ রহমতুল্লাহ তাঁর অনুভূতি ব্যক্ত করে বলেন, সাধারণ শিক্ষক এবং ক‌লেজ প্রশাস‌নের ম‌ধ্যে যোগসূত্রের কাজটা ক‌রে শিক্ষক প‌রিষদ। ঢাকা ক‌লেজ বাংলা‌দে‌শের গৌর‌বের অং‌শিদার। ‌দে‌শের সব‌চে‌য়ে পুরাতন ক‌লেজ। তাই ঢাকা ক‌লেজ শিক্ষক প‌রিষ‌দে কাজ করার সু‌যোগ পে‌লে নি‌জে‌কে গর্বিত ম‌নে করব।

ক্রীড়া ও বিনোদন সম্পাদক পদপ্রার্থী শ্রাবণী ধর বলেন, আমি শিল্প-সংস্কৃতি, খেলাধুলা ভালোবাসি। কলেজের বিভিন্ন সাংস্কৃতিক কর্মকাণ্ডে সবসময় সকৃয় থাকার চেষ্টা করেছি। আমি নির্বাচিত হলে কলেজে শিল্প-সংস্কৃতি এবং ক্রীড়ার প্রসারে আরো বেশি কাজ করতে পারবো।

উল্লেখ্য, ঢাকা কলেজ শিক্ষক পরিষদ নির্বাচনের জন্য চার সদস্য বিশিষ্ট নির্বাচন কমিশন গঠন করা হয়। এতে নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেন ইংরেজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক পুরঞ্জয় বিশ্বাস (প্রধান নির্বাচন কমিশনার), হিসাব বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক মো. শওকত আলী, গণিত বিভাগের সহকারী অধ্যাপক মো. রেজওয়ানুল ওয়ারিদ এবং অর্থনীতি বিভাগের প্রভাষক পল্লবী দে।

জানতে চাইলে প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক পুরঞ্জয় বিশ্বাস বাণিজ্য প্রতিদিনকে বলেন, এটা শিক্ষকগণের অভ্যন্তরীণ একটা নির্বাচন। আমারা আগামী ১৩ সেপ্টেম্বর স্বাস্থ্যবিধি মেনে নির্বাচন সম্পন্ন করবো। নির্বাচনের যে গঠনতন্ত্র ও আচরণবিধি রয়েছে সবকিছু যথাযথ ভাবে মেনেই আমরা নির্বাচন পরিচালনা করবো।

শেয়ার