ইলেকট্রনিক ফিসক্যাল ডিভাইস (ইএফডি) ব্যবহার করে কেনাকাটার লটারির অষ্টম ড্র অনুষ্ঠিত হয়েছে। আজ (রোববার) জাতীয় রাজস্ব বোর্ডের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত ড্রতে মোট ১০১ জন বিজয়ীর চালান নম্বর ঘোষণা করা হয়।
১ থেকে ৩১ আগস্ট পর্যন্ত ইস্যু করা চালানের ওপর এ লটারির ড্র অনুষ্ঠিত হয়। লটারিতে প্রথম পুরস্কার হিসেবে রয়েছে এক লাখ টাকা, দ্বিতীয় পুরস্কার ৫০ হাজার টাকা ও তৃতীয় পুরস্কার ২৫ হাজার টাকা (পাঁচটি)।
লটারিতে প্রথম পুরস্কারের জন্য নির্বাচিত নম্বর- 000821EYULYLP071, দ্বিতীয় পুরস্কারপ্রাপ্ত লটারির নম্বর- 002621FKDBXCV151 ও তৃতীয় পুরস্কারপ্রাপ্ত লটারির নম্বর- 000021KFUZLER970, 001321UVVRVDH581, 002021JLFVWVC690, 001021GDBEHBA137 ও 002021BVCFYRQ121.
ভ্যাট আদায়ে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে ২০১৯ সালের ২৫ আগস্ট ইএফডির উদ্বোধন করেন এনবিআর চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম। জুলাই পর্যন্ত তিন হাজার ৩৯৩টি ব্যবসা প্রতিষ্ঠানে ইএফডি বসিয়েছে রাজস্ব বোর্ড।