Top
সর্বশেষ

শরতের কাশফুলে প্রস্ফুটিত কুবি ক্যাম্পাস

০৫ সেপ্টেম্বর, ২০২১ ৩:৪৮ অপরাহ্ণ
শরতের কাশফুলে প্রস্ফুটিত কুবি ক্যাম্পাস
মুরাদুল মুস্তাকীম: :

ছয় ঋতুর দেশ বাংলাদেশ। এখানে প্রখর রোদ-বৃষ্টির দিন ছাপিয়ে শুভ্রতার শরৎ আসে ভালোবাসা নিয়ে। এ ঋতুতে সকালে ফুটে শিউলি, বিকেলে সৌন্দর্য ছড়ায় সাদা কাশবন। রাতের আকাশের মায়াবী জ্যোৎস্না প্রকৃতিকে করে তোলে কোমল।

ষড়ঋতুর তৃতীয় ঋতু হচ্ছে শরৎকাল। বাংলা ভাদ্র-আশ্বিন এই দুই মাস জুড়েই থাকে শরৎ। কখনো বৃষ্টি, কখনো বা রোদের খরতাপ, শেষ রাতে আবার একটু একটু শীতের আগমনী ভাব। শরৎ মানেই নীল আকাশ, সাদা মেঘের ভেলা, শান্ত বাতাস।

বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর শরতের ভালোবাসায় তার ‘শরৎ’ কবিতায় লিখেছিলেন, “আজি কি তোমার মধুর মূরতি, হেরিনু শারদ প্রভাতে! হে মাত বঙ্গ, শ্যামল অঙ্গ ঝুলিছে অমল শোভাতে। পারে না বহিতে নদী জলধার, মাঠে মাঠে ধান ধরে নাকো আর ডাকিছে দোয়েল, গাহিছে কোয়েল, তোমার কাননসভাতে! মাঝখানে তুমি দাঁড়ায়ে জননী, শরৎকালের প্রভাতে।” বিশ্বকবির এমন পঙক্তিমালা কার না হৃদয় ছোঁয়?

বৈচিত্র্যময় ঋতুর এক দেশ আমাদের প্রিয় মাতৃভূমি। তার রুপের মাধুর্যের বর্ণিল সাজে লুকোচুরি খেলে আমাদের মন। ঠিক তেমনি ঋতু পরিক্রমায় কাশফুলের শরৎ আসে দেশের অন্যতম বিদ্যাপীঠ কুমিল্লা বিশ্ববিদ্যালয়েও। সাজে এক নতুন সাজে, নতুন আবেশে। এসময় নিজের সৌন্দযের্র সবটুকুই ছড়ায় লালমাটির এই ক্যাম্পাস।

ক্যাম্পাসের কৃষ্ণচূড়া রোডের দুই পাশে থরে থরে দেখা মিলে সাদা কাশফুলের। পাহাড়ের বুকে এমনভাবে সাজানো যেন কেউ নিজ হাতে যত্ন করে লাগিয়েছে এই ফুল। শুভ্রতার সবটুকু ছড়িয়ে দেয় এই কাশফুল। দক্ষিণা হাওয়ায় দুলতে থাকা কাশফুল মন্ত্রমুগ্ধ করে প্রকৃতিপ্রেমী থেকে শুরু করে একজন সাধারণ মানুষকেও।

করোনা সংক্রমণের কারণে দীর্ঘ আঠার মাস থেকে বন্ধ রয়েছে দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠান। তাইতো ক্যাম্পাস গুলো রয়েছে ফাঁকা। নেই কোন কোলাহল। জনশূন্য ক্যাম্পাস কিছুটা প্রাণ ফিরে পায় এমন শরতের দিনে। এবারও তার ব্যাতিক্রম নয়। বিকেল গড়িয়ে এলে দেখা মিলে প্রকৃতিপ্রেমী মানুষদের। শিক্ষার্থীদের পাশাপাশি বাইরের মানুষেরাও আসেন কাশফুলের সৌন্দর্যে নিজেকে একটু ভুলিয়ে দিতে।

মহাকবি কালিদাস তার‘ঋতুসংহার’ কাব্যে লিখেছেন ‘কাশ ফুলের মতো যার পরিধান, প্রফুল্ল পদ্মের মতো যার মুখ, উন্মত্ত হাঁসের ডাকের মতো রমণীয় যার নূপুরের শব্দ, পাকা শালি ধানের মতো সুন্দর যার ক্ষীণ দেহলতা, অপরূপ যার আকৃতি সেই নববধূর মতো শরৎকাল আসে।’

শরৎ আসে উত্তাল বর্ষার পর শুভ্রতার আবেশ নিয়ে, শরৎ আসে শিউলি ফুল, স্বচ্ছ নীল আকাশ, মায়াবী জ্যোৎস্না নিয়ে, শরৎ আসে শান্ত বাতাস নিয়ে। সর্বোপরি শরৎ আসে ভালোবাসা নিয়ে। যে ভালোবাসা ভালোবাসা ছড়ায়, যে ভালোবাসা নির্মলতা ছড়ায়, যে ভালোবাসা পবিত্রতা ছড়ায়।

লেখকঃ শিক্ষার্থী, নৃবিজ্ঞান বিভাগ, কুমিল্লা বিশ্ববিদ্যালয়।

শেয়ার