ইউনিয়ন ব্যাংক লিমিটেডের প্রাথমিক গণ প্রস্তাব (আইপিও) অনুমোদন দিয়েছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি)।
রবিবার (৫ সেপ্টেম্বর) বিএসইসির ৭৯০ তম কমিশন সভায় এ অনুমোদন দেয়া হয়েছে। বিএসইসির নির্বাহী পরিচালক (চলতি দায়িত্ব) ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, ইউনিয়ন ব্যাংক প্রতিটি ১০ টাকা ইস্যু মূল্যের ৪২ কোটি ৮০ লাখ সাধারণ শেয়ার ছেড়ে আইপিওর মাধ্যমে ৪২৮ কোটি টাকা তুলবে। উত্তোলিত অর্থ দিয়ে কোম্পানিটি এসএমই ও প্রজেক্ট অর্থায়ন, সরকারি সিকিউরিটি ক্রয়, পুঁজিবাজারে বিনিয়োগ এবং প্রাথমিক গণপ্রস্তাব খাতে ব্য়য় করবে। কোম্পানিটির ৩১ ডিসেম্বর , ২০২০ তারিখ সমস্ত অর্থ বছরের নিরীক্ষিত আর্থিত বিবরণী অনুযায়ী পুনঃমূল্যায় ছাড়া এনএভি ১৬ টাকা ৩৮ পয়সা। (কোল্পানিটি কোন সম্পদ পুন:মূল্যায়ন করেনি) ও শেয়ার প্রতি আয় ১ .৭৭ টাকা এবং বিগত ৫ বছরের ভারিত গড় হারে শেয়ার প্রতি আয় ১.৮২ টাকা। কোম্পানিটির ইস্যু ব্যবস্থাপনার দায়িত্বে নিয়োজিত রয়েছে প্রাইম ব্যাংক ইনভেস্টমেন্ট লিসিটেড এবং ব্র্যাক ইপিএল ইনভেস্টমেন্ট লিমিটেড।
উল্লেখ্য, বাংলাদেশ ব্যাংক এর ডিওএস সার্কুলার নং-০১ তারিখ ১০.০২.২০২০ অনুযায়ী ব্যাংটিকে ২০২১ সালের মধ্যে পুঁজিবাজারে তালিকাভুক্ত সিকিউরিটিজে ২০ কোটি টাকা বিনিয়োগ করতে হবে। এছাড়াও উল্লেখ্য যে, পুঁজিবাজারে তালিকাভুক্তির পূর্বে কোম্পানিটির কোন প্রকার লভ্যাংশ ঘোষণা, অনুমোদন বা বিতরণ করতে পারবেনা।