করোনা মহামারিতে বন্ধ হয়ে গিয়েছে ক্ষুদ্র ও অতিক্ষুদ্র উৎপাদনশীল শিল্প ও ব্যবসায়ীক কর্মকান্ড। উৎপাদনশীল এই শিল্প ও ব্যবসাগুলোর প্রাণ ফিরিয়ে আনতে ২০০ কোটি টাকার তহবিল গঠন করেছিল বাংলাদেশ ব্যাংক। নতুন করে তহবিলের পরিমাণ আরও ৩০০ কোটি টাকা বাড়িয়ে মোট ৫০০ কোটি টাকার তহবিল গঠন করেছে কেন্দ্রীয় ব্যাংক।
আজ (৫ সেপ্টেম্বর) ক্ষুদ্রঋণগ্রহীতাদের তহবিলের অর্থ বাড়িয়ে এ সংক্রান্ত একটি নির্দেশনা জারি করা হয়।
এতে বলা হয়, নিন্ম আয়ের জনগোষ্ঠির অর্থনৈতিক কর্মকান্ডকে সম্প্রসারণ এবং প্রাতিষ্ঠানিক সেবার আওতায় আনতে ২০০ কোটি টাকার তহবিল গঠন করা হয়। করোনা মহামারিতে তাদের আয় এবং উৎপাদনশীর কর্মকান্ড বাধাগ্রস্ত হয়েছে। তাছাড়া করোনার দ্বিতীয় ঢেউ অর্থনীতির পুনরুদ্ধার কার্যক্রমে ব্যাঘাত সৃষ্টি করেছে। তাই ক্ষুদ্র ঋণগ্রহিতাদের পুনরুদ্ধারে ঋণের তহবিলের পরিমাণ ৩০০ কোটি টাকা বৃদ্ধি করে ৫০০ কোটি টাকা নির্ধারণ করা হল। এই ঋণের মেয়াদ ধরা হয়েছে ৫ বছর। তবে প্রয়োজনে মেয়াদ বৃদ্ধি করার কথাও বলা হয়েছে নির্দেশনায়।