Top
সর্বশেষ

শিক্ষার্থী-অভিভাবকদের সাথে মতবিনিময় করবে ঢাকা কলেজ

০৭ সেপ্টেম্বর, ২০২১ ৭:৩৪ অপরাহ্ণ
শিক্ষার্থী-অভিভাবকদের সাথে মতবিনিময় করবে ঢাকা কলেজ
নিজস্ব প্রতিবেদক :

করোনা মহামারিতে দীর্ঘ ১৭ মাস শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকার পর নানা জল্পনা-কল্পনা শেষে সরকারি নির্দেশনা অনুসরণ করে এবং স্বাস্থ্যবিধি মেনে আগামী ১২ সেপ্টেম্বর খুলতে যাচ্ছে দেশের স্কুল-কলেজগুলো। সশরীরে শ্রেণিকক্ষে পাঠদানের পূর্ব প্রস্তুতি হিসেবে এবং শিক্ষা কার্যক্রম সুষ্ঠু, সুন্দর ও আনন্দঘন পরিবেশে পুনরায় শুরু করার লক্ষ্যে আগামী ৮ ও ৯ সেপ্টেম্বর একাদশ-দ্বাদশের শিক্ষার্থী ও অভিভাবকদের সাথে ভার্চুয়াল মতবিনিময় সভা করবে ঢাকা কলেজ প্রশাসন।

৬ সেপ্টেম্বর (সোমবার) ঢাকা কলেজ অধ্যক্ষ অধ্যাপক আই. কে. সেলিম উল্লাহ খোন্দকার এবং কলেজের পাঠ-পরিকল্পনা, উন্নয়ন ও নিবিড় পর্যবেক্ষণ কমিটির আহ্বায়ক অধ্যাপক পুরঞ্জয় বিশ্বাস স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রথম দিন ৮ সেপ্টেম্বর (বুধবার) সন্ধ্যা ৭ টায় দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের অভিভাবকদের সাথে এবং রাত ৯ টায় একাদশ শ্রেণির শিক্ষার্থীদের অভিভাবকদের সাথে মতবিনিমিয় সভা অনুষ্ঠিত হবে।

দ্বিতীয় দিন ৯ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) সন্ধ্যা ৭ টায় দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের সাথে এবং রাত ৯ টায় একাদশ শ্রেণির শিক্ষার্থীদের সাথে মতবিনিমিয় সভা অনুষ্ঠিত হবে।

নির্দিষ্ট সময়সূচী অনুসারে কলেজ প্রশাসনের পক্ষ থেকে জুম অ্যাপসের মাধ্যমে ভার্চুয়াল মতবিনিমিয় সভা অনুষ্ঠিত হবে। বিষয়টিকে অতিব গুরুত্বপূর্ণ উল্লেখ করে বিজ্ঞপ্তিতে শিক্ষার্থীবৃন্দ ও অভিভাবকগণকে বর্ণিত সময়সূচী অনুসারে ভার্চুয়াল মতবিনিময় সভায় অংশগ্রহণ করার অনুরোধ করা হয়েছে।

শেয়ার