Top

অধিভুক্ত সাত কলেজে অসঙ্গতিপূর্ণ ফলাফলে শিক্ষার্থীদের অসন্তোষ

১০ সেপ্টেম্বর, ২০২১ ৭:৩৪ অপরাহ্ণ
অধিভুক্ত সাত কলেজে অসঙ্গতিপূর্ণ ফলাফলে শিক্ষার্থীদের অসন্তোষ
ঢাকা কলেজ প্রতিনিধি :

পরীক্ষায় সশরীরে উপস্থিত থেকেও ফলাফলে অনুপস্থিত, পরীক্ষা দেওয়ার পরও ফলাফল শীট ফাঁকা, সব বর্ষে পাস করার পরও ফলাফল ইনকম্পিলিট ( সিজিপিএ না আসা), দুই বিষয়ে পরীক্ষা দিয়ে তিন বিষয়ের ফলাফল আসা। এরকম অসংগতি এখন যেন সাত কলেজের শিক্ষার্থীদের নিত্যনৈমিত্তিক ঘটনা। এতে শিক্ষার্থীদের মাঝে ব্যাপক অসন্তোষ দেখা গিয়েছে।

শিক্ষার্থীরা বলছেন, কর্তৃপক্ষের দায়িত্বহীনতার কারণেই তাদের এমন বিড়ম্বনার শিকার হতে হচ্ছে। এসব সমস্যার সমাধানে বেশিরভাগ ক্ষেত্রেই শিক্ষার্থীকে পরীক্ষা কেন্দ্র থেকে হাজিরা শীট সংগ্রহ করতে হচ্ছে। এরপর আবেদনপত্রে নিজ কলেজের অধ্যক্ষের স্বাক্ষর সহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে গিয়ে জমা দিতে হচ্ছে। এতে চরম ভোগান্তিতে পড়েতে হচ্ছে সাত কলেজের শিক্ষার্থীদের৷

সরকারি তিতুমীর কলেজের এক শিক্ষার্থী বলেন, আমি তৃতীয় বর্ষে পেটে আট মাসের বাচ্চা নিয়ে পরীক্ষা দিয়েছি। এরপর ফলাফলে এক বিষয়ে W ( উইথেল্ড) আসছে। এক মাসের বেবি নিয়ে কবি নজরুল থেকে হাজিরা শীট সংগ্রহ করে আবেদনপত্রে আমার কলেজের অধ্যক্ষের স্বাক্ষর সহ ঢাবির প্রশাসনিক ভবনে জমা দিয়েছি। ওই বিষয়ে পরবর্তীতে ফেল আসে। এই বছর আবার মানন্নোয়ন পরীক্ষা দিয়েছি ওই বিষয় সহ দুই বিষয়ে। ফলাফল আসছে তিন বিষয়ে। এরমধ্যে এক বিষয়ে আবারও W ( উইথেল্ড) আসছে। এরকম হয়রানির কোন মানেই হয় না।

এর আগে গত ২ সেপ্টেম্বর সরকারি সাত কলেজের চতুর্থ বর্ষের বাংলা বিভাগের ফলাফল প্রকাশিত হয়। প্রকাশিত ফলাফলে শহীদ সোহরাওয়ার্দী কলেজের বাংলা বিভাগের কোন শিক্ষার্থীর সিজিপিএ আসে নাই।

এ বিষয়ে জানতে চাইলে সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজের বাংলা বিভাগের বিভাগীয় প্রধান রাবেয়া খাতুন বলেন, এই বিষয় আমি শিক্ষার্থীদের থেকে শুনেছি। শিক্ষার্থীদের আমি আবেদনপত্র দিতে বলেছি। বিভাগীয় প্রধান হিসেবে শিক্ষার্থীদের আবেদনপত্র কলেজ অধ্যক্ষের সুপারিশসহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক বরাবর প্রেরণ করবো।

সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. মোহসিন কবীর বলেন,সফটওয়্যারের কোন সমস্যার কারণে এমন হয়ে থাকতে পারে। শিক্ষার্থীরা আবেদন পত্র দিলে আমার সুপারিশ সহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক বরাবর প্রেরণ করে দিব।

তবে দায় এড়িয়ে গিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক বাহলুল হক চৌধুরী বলেন, এটা আমাকে বলে লাভ নেই। এটার শাখা আছে। ওই শাখাতে যোগাযোগ করেন বলে তিনি ফোন কেটে দেন।

উল্লেখ্য, শিক্ষার মান বাড়ানোর লক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে ২০১৭ সালের ১৬ ফেব্রুয়ারি রাজধানীর সরকারি সাত শিক্ষা প্রতিষ্ঠানকে ( ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, মিরপুর বাঙলা কলেজ ও সরকারি তিতুমীর কলেজ) ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত করা হয়। অধিভুক্ত হওয়ার পর ৪ বছর পার হয়ে গেলেও এখন পর্যন্ত সাত কলেজের সমস্যাগুলোর সুষ্ঠু ব্যবস্থাপনা করা হয়নি। যার ফলে শিক্ষার্থীদের হতাশা এবং ক্ষোভ ক্রমশই বাড়ছে।

শেয়ার