Top

কৃষকদের জন্য তিন হাজার কোটি টাকার প্রণোদনা ঋণ

১৪ সেপ্টেম্বর, ২০২১ ৬:৫৬ অপরাহ্ণ
কৃষকদের জন্য তিন হাজার কোটি টাকার প্রণোদনা ঋণ

করোনার সংকটকালে দেশে আর্থিক অবস্থাকে সচল রাখতে গুরুত্বপূর্ণ অবদান রেখেছে কৃষিখাত। কৃষিকাজকে গতিশীল রাখতে প্রয়োজন আর্থিক সহায়তা। এই খাতে আর্থিক সহায়তা নিশ্চিত করতে তিন হাজার কোটি টাকার প্রণোদনা ঘোষণা করেছে বাংলাদেশ ব্যাংক।

আজ (১৪ সেপ্টেম্বর ) বাংলাদেশ ব্যাংকের এক নির্দেশনায় এ প্রণোদনার ঘোষণা দেওয়া হয়।

এতে বলা হয়, দেশের কৃষি কাজকে গতিশীল রাখতে প্রয়োজন আর্থিক সহায়তা। কেননা কৃষি কর্মকান্ড দেশের অর্থনীতিতে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। কৃষি কাজকে গতিশীল রাখতে বাংলাদেশ ব্যাংকের নিজস্ব তহবিল থেকে তিন হাজার কোটি টাকা প্রণোদনা ঘোষণা করেছে। ৪ শতাংশ সুদ হারে কৃষকগণ এই প্রণোদনা সুবিধা নিতে পাবেন। প্রান্তিক কৃষকদের এই প্রণোদনার আওতায় আনতে জামানত বিহীন সর্বোচ্চ ২ লাখ টাকা ঋণ সুবিধা রাখা হয়েছে। কৃষি খাতের এই প্রণোদনা ঋণ ১২ থেকে ১৮ মাস সময়ের মধ্যে পরিশোধ করতে হবে।

এতে আরো বলা হয়, এই প্রণোদনা ঋণের মেয়াদ নির্ধারণ করা হয়েছে ২০২২ সালের ৩০ জুন পর্যন্ত। ঋণের চাহিদা বাড়লে পুনরায় বাড়নো হবে তহবিলের পরিমাণ।

শেয়ার