Top
সর্বশেষ

এপিএ-তে প্রবাসী কল্যাণ ব্যাংকের প্রথম স্থান অর্জন

১৬ সেপ্টেম্বর, ২০২১ ৫:২২ অপরাহ্ণ
এপিএ-তে প্রবাসী কল্যাণ ব্যাংকের প্রথম স্থান অর্জন

আর্থিক প্রতিষ্ঠান বিভাগের আওতাধীন বিশেষায়িত ব্যাংকগুলোর মধ্যে ২০২০-২০২১ অর্থবছরের বার্ষিক কর্ম সম্পাদন চুক্তিতে (এপিএ) প্রবাসী কল্যাণ ব্যাংক প্রথম স্থান অর্জন করেছে।

সম্প্রতি প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, গত ৯ সেপ্টেম্বরে অনুষ্ঠিত আর্থিক প্রতিষ্ঠান বিভাগের অধীন দফতর ও সংস্থার ২০২০-২১ অর্থবছরের এপিএর বার্ষিক মূল্যায়ন বিষয়ক এক সভায় এ ফলাফল ঘোষণা করা হয়। অর্থ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন আর্থিক প্রতিষ্ঠান বিভাগের অতিরিক্ত সচিব ও এপিএ টিম প্রধান এবিএম রুহুল আজাদ।

শেয়ার