Top

পুঁজিবাজারে সূচক বাড়লেও কমেছে লেনদেন

১০ জুন, ২০২০ ৩:০৮ অপরাহ্ণ
পুঁজিবাজারে সূচক বাড়লেও কমেছে লেনদেন

সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার (১০ জুন) সূচকের উত্থানে শেষ হয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) লেনদেন। এদিন ডিএসই ও সিএসইর সূচক আগের দিনের চেয়ে বাড়লেও কমেছে লেনদেন।

এদিন উভয় স্টক এক্সচেঞ্জে লেনদেনে অংশ নেওয়া অধিকাংশ কোম্পানির শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে।

ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

দেশের প্রধান পুঁজিবাজার ডিএসই’র প্রধান সূচক ডিএসইএক্স লেনদেন শেষে ৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৩ হাজার ৯৬৬ পয়েন্টে।

অপর সূচকগুলোর মধ্যে ডিএসইএস ১.৫০ পয়েন্ট বেড়ে ৯১৯ পয়েন্টে, ডিএসই-৩০ সূচক ৩ পয়েন্ট বেড়ে ১ হাজার ৩৩২ পয়েন্টে এবং সিডিএসইটি সূচক ১ পয়েন্ট বেড়ে ৭৮৭ পয়েন্টে দাঁড়িয়েছে।

ডিএসইতে ৫৯ কোটি ৪৪ লাখ টাকার শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে, যা আগের দিনের চেয়ে ৮ কোটি ২৭ লাখ টাকা কম।

দিন শেষে ডিএসইতে মোট ২৭৪টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে বেড়েছে ২৪টির, কমেছে ১৫টির এবং অপরিবর্তিত রয়েছে ২৩৫টির শেয়ার ও ইউনিট দর।

অপর পুঁজিবাজার সিএসইতেও এদিন সূচক বেড়েছে। সিএসইর প্রধান সূচক সিএসইএক্স ৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ৮২১ পয়েন্টে। আর সার্বিক সূচক সিএএসপিআই ১৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১১ হাজার ২৫৮ পয়েন্টে।

এ বাজারে মোট ৮৭টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড লেনদেনে অংশ নিয়েছে। এর মধ্যে দর বেড়েছে ২১টির, কমেছে ৮টির ও অপরিবর্তীত রয়েছে ৫৮টির শেয়ার ও ইউনিটি দর।

সিএসইতে এদিন ২ কোটি ২১ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

শেয়ার