Top

অভিহিত মূল্যে রাইট ইস্যু করবে সোনালী পেপার

১৯ সেপ্টেম্বর, ২০২১ ১০:১৭ পূর্বাহ্ণ
অভিহিত মূল্যে রাইট ইস্যু করবে সোনালী পেপার
পুঁজিবাজার ডেস্ক :

পুঁজিবাজারে তালিকাভুক্ত সোনালি পেপার অ্যান্ড বোর্ড মিলসের পরিচালনা পর্ষদ রাইট শেয়ার ইস্যুর সিদ্ধান্ত নিয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিটি ১আর:২ অনুপাতে অর্থাৎ দুইটি সাধারণ শেয়ারের বিপরীতে একটি রাইট শেয়ার ইস্যু করবে। এ জন্য প্রতিটি শেয়ারের মূল্য নির্ধারণ করা হয়েছে ১০ টাকা।

রাইট শেয়ার ইস্যু সংক্রান্ত বিষয় শেয়ারহোল্ডারদের সম্মতির জন্য কোম্পানিটর বিশেষ সাধারণ সভা (ইজিএম) আগামী ১১ নভেম্বর অনুষ্ঠিত হবে। এ সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ৭ অক্টোবর। ১৮ কোটি ৩০ লাখ টাকা পরিশোধিত মূলধনের সোনালি পেপারের শেয়ার দর শনিবার (১৮ সেপ্টেম্বর) দাড়িঁয়েছে ৪৫২.৫০ টাকায়।

পুঁজিবাজারের সব নিউজ সবার আগে পেতে থাকুন আমাদের সাথে—–

BP ShareBazar NewsBP Stock NewsBP Capital ViewsBanijjo Protidin NewsBP Capital News

বাণিজ্য প্রতিদিন/ এসকেএস

শেয়ার