Top
সর্বশেষ

ঋণ পরিশোধে আরও ১ বছর সময় চায় বিজিএমইএ

২২ সেপ্টেম্বর, ২০২১ ১:৩৩ অপরাহ্ণ
ঋণ পরিশোধে আরও ১ বছর সময় চায় বিজিএমইএ

এককালীন এক্সিট সুবিধার পাওয়া প্রতিষ্ঠানের ঋণ পরিশোধের সময় এক বছর বাড়ানোর দাবি জানিয়েছে তৈরি পোশাক রপ্তানিকারকদের সংগঠন বিজিএমইএ।

গতকাল মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবিরের সঙ্গে বৈঠকে এ দাবি জানায় সংগঠনটি। বাংলাদেশ ব্যাংকে অনুষ্ঠিত বৈঠকে বিজিএমইএর ভারপ্রাপ্ত সভাপতি এসএম মান্নান কচির নেতৃত্বে সংগঠনের নেতারা অংশ নেন।

এতে বিজিএমইএর পক্ষ থেকে বলা হয়, গত দুই বছর পোশাক খাতে করোনাভাইরাসের মারাত্মক নেতিবাচক প্রভাব পড়েছে। অনেক প্রতিষ্ঠানে তারল্য সংকট দেখা দেওয়ার ফলে দেশি শিল্প উদ্যোক্তারা হতাশ হয়ে পড়েছেন। এককালীন এপিট সুবিধা পাওয়া অনেক প্রতিষ্ঠান সময়মতো ঋণের অর্থ পরিশোধ করতে পারেনি। এ অবস্থায় এ সুবিধা পাওয়া প্রতিষ্ঠানের ঋণ পরিশোধের সময় আরও এক বছর বাড়ানো প্রয়োজন। এতে তৈরি পোশাক খাতের প্রতিষ্ঠান এবং ব্যাংক উভয় পক্ষই উপকৃত হবে। অর্থনীতির গতি বৃদ্ধি পাবে এবং খেলাপি ঋণ কমবে।

প্রসঙ্গত, ২০১৯ সালের ১৬ মে ঋণ পরিশোধে এককালীন এপিট বিষয়ে সার্কুলার জারি করে বাংলাদেশ ব্যাংক। এর আওতায় একজন গ্রাহকের কাছে ব্যাংকের সমুদয় পাওনা এক বছরের মধ্যে পরিশোধের জন্য সুদ মওকুফসহ বিভিন্ন সুবিধা দেওয়া হয়।

বৈঠকে বিজিএমইএর পক্ষ থেকে আরও যেসব দাবি জানানো হয় সেগুলোর মধ্যে রয়েছে-তৈরি পোশাক খাতের কোনো ব্যবসায়ী গ্রুপের একটি প্রতিষ্ঠান খেলাপি হলে ওই গ্রুপের অন্য প্রতিষ্ঠানের বিভিন্ন সুবিধা বন্ধ না রাখা, প্রণোদনার ঋণ পরিশোধে সময় বাড়ানো, রপ্তানির বিপরীতে হয়রানিমুক্ত নগদ সহায়তা নিশ্চিত করা ইত্যাদি।

শেয়ার