Top
সর্বশেষ

ডেইলি শপিং এ চলছে ৫০ শতাংশ পর্যন্ত ছাড়

২২ সেপ্টেম্বর, ২০২১ ৪:১১ অপরাহ্ণ
ডেইলি শপিং এ চলছে ৫০ শতাংশ পর্যন্ত ছাড়

নিত্যপ্রয়োজনীয় পণ্যের জনপ্রিয় রিটেইল চেইনশপ ‘ডেইলি শপিং’ এ শুরু হয়েছে পাঁচ দিনব্যাপী বিগ সেল কর্মসূচি। এর আওতায় ক্রেতারা বিভিন্ন ধরনের পণ্যে পাচ্ছেন সর্বোচ্চ ৫০ শতাংশ পর্যন্ত ছাড়। কর্মসূচি শুরু হয়েছে গতকাল মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) যা চলবে শনিবার (২৫ সেপ্টেম্বর) পর্যন্ত।

ডেইলি শপিং-এর ব্র্যান্ড ম্যানেজার ওমর ফারুক বলেন, বর্তমানে ঢাকাসহ বিভিন্ন স্থানে ডেইলি শপিং-এর ৫২টি শোরুম চালু রয়েছে। এসব শোরুমে কর্মসূচির আওতায় ক্রেতারা ডেইরি পণ্য, ফ্রোজেন ফুড, শিশুখাদ্য, বেভারেজ, টয়লেট্রিজ পণ্য, পার্সোনাল কেয়ার, বেবি কেয়ারসহ নিত্যপ্রয়োজনীয় পণ্য কিনতে পারছেন সর্বোচ্চ ৫০ শতাংশ পর্যন্ত ছাড়ে। রয়েছে বাই ওয়ান গেট ওয়ান, বাই টু গেট ওয়ান ও বাই থ্রি গেট ওয়ানসহ অকর্ষণীয় বিভিন্ন অফার।

তিনি আরও বলেন, ক্রেতাদের সুবিধার জন্য আমাদের হোম ডেলিভারির ব্যবস্থা রয়েছে। ক্রেতারা লিংক shop.edailyshopping.com থেকে নিজ নিজ এলাকায় থাকা ডেইলি শপিং-এর শোরুমে ফোন দিয়ে পণ্যের অর্ডার করতে পারছেন। এছাড়া অনলাইন dailyshoppingbd.com থেকেও বিভিন্ন অফারের পণ্য কিনতে পারছেন।

শেয়ার