Top
সর্বশেষ

উজবেকিস্তানে প্রীতি ম্যাচ খেলবে সাবিনা-মৌসুমীরা

২৪ সেপ্টেম্বর, ২০২১ ৩:০২ অপরাহ্ণ
উজবেকিস্তানে প্রীতি ম্যাচ খেলবে সাবিনা-মৌসুমীরা

বাংলাদেশের মেয়ে ফুটবলাররা সদ্য শেষ করল এএফসি উইমেন্স এশিয়ান কাপের বাছাইপর্ব। উজবেকিস্তানে অনুষ্ঠিত হওয়া দুইটি ম্যাচে লড়েছে জর্ডান ও ইরানের বিপক্ষে। বাছাইপর্ব শেষে দেশে ফিরার কথা থাকলে নতুন করে যুক্ত হল একটি প্রীতি ম্যাচ। উজবেকিস্তানে মাটিতে ম্যাচটি খেলেবে হংকংয়ের বিপক্ষে।

জাতীয় নারী ফুটবল দলের প্রধান কোচ গোলাম রব্বানী ছোটন জানিয়েছেন, ২৬ সেপ্টেম্বর (রোববার) তারা হংকংয়ের বিপক্ষে একটি প্রীতি ম্যাচ খেলবে।

এই ম্যাচের জন্য বাংলাদেশ দল প্রস্তুতিও শুরু করেছে। গত দুইদিন হোটেলে জিম সেশন করেছে সাবিনা-মৌসুমীরা। কোচ জানিয়েছেন, শনিবার তারা মাঠে অনুশীলন করবেন।

এশিয়ান কাপ বাছাইয়ের দুই ম্যাচে অধিক গোলের প্রসঙ্গে গোলাম রব্বানী বলেন, ‘আসলে কিছু ছোট ছোট ভুলের কারণে দুই ম্যাচেই আমরা বেশি গোল খেয়েছি। গোল কম হলে ভালো হতো এবং সেটা হতে পারতো।’

‘অভিজ্ঞতায় আমাদের মেয়েরা প্রতিপক্ষের চেয়ে পিছিয়ে ছিল। আমাদের দলের গড় বয়স ১৮ থেকে ১৯ বছরের মধ্যে। একমাত্র সাবিনাই সিনিয়র। যে কারণে আমাদের মেয়েরা মাঠে কিছু ভুল করে বসেছে, এটাই ছিল আমাদের সবচেয়ে বড় সমস্যা। সিনিয়র লেভেলে খেলতে গেলে এ সমস্যাগুলো হয়ে থাকে আমাদের।’

শেয়ার