পুঁজিবাজারে ওষুধ ও রসায়ন খাতের তালিকাভুক্ত কোম্পানি এসিআই লিমিটেডের চলতি হিসাব বছরের তৃতীয় প্রান্তিকের (জানুয়ারি-মার্চ, ২০২০) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। প্রতিবেদন অনুযায়ী কোম্পানির তৃতীয় প্রান্তিকে শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) কমেছে।
বুধবার (১০ জুন) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
অনিরীক্ষিত প্রতিবেদন অনুসারে, তৃতীয় প্রান্তিকে এসিআই এর শেয়ারপ্রতি লোকসান হয়েছে ৫ টাকা ২৯ পয়সা। গত অর্থবছরের একই সময়ে লোকসান ছিল ৫ টাকা ৫৫ পয়সা।
অন্যদিকে প্রথম তিন প্রান্তিক মিলে অর্থাৎ হিসাব বছরের প্রথম ৯ মাসে (জুলাই ২০১৯-মার্চ ২০২০) কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে ১৭ টাকা ৪৯ পয়সা। গত অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি লোকসান ছিল ৫ টাকা ৫০ পয়সা।
তিন প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি নেট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) দাঁড়িয়েছে ৭ টাকা ৯৫ পয়সা ঋণাত্মক। গত বছরের একই সময়ে ক্যাশ ফ্লো ছিল ৫৪ টাকা ২০ পয়সা ঋণাত্মক।