Top

‘আগামী সপ্তাহে সৌদির সঙ্গে বিনিয়োগ চুক্তি’

২৫ সেপ্টেম্বর, ২০২১ ৮:০৬ অপরাহ্ণ
‘আগামী সপ্তাহে সৌদির সঙ্গে বিনিয়োগ চুক্তি’

আগামী সপ্তাহে জি টু জি পর্যায়ে সৌদি আরবের সঙ্গে বাংলাদেশের একটি বাণিজ্য চুক্তি হবে। আজ শনিবার (২৫ সেপ্টেম্বর) এ কথা জানিয়েছেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান। ৮ দিনের সৌদি সফর শেষে আজ দুপুরে দেশে ফেরেন তিনি।

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকের সঙ্গে কথা বলেন সংসদ সদস্য সালমান এফ রহমান। এ সময় সৌদি আরব সফর সফল হয়েছে দাবি করে তিনি বলেন, বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী সৌদি আরব। এ ছাড়া বিভিন্ন ইকোনোমিক জোনে বিনিয়োগ করতে চায় তারা।

অতীতের যেকোনো সময়ের চেয়ে ঢাকার সঙ্গে সম্পর্ক উন্নয়নে রিয়াদ খুবই আগ্রহী উল্লেখ করে সালমান এফ রহমান বলেন, সৌদি ব্যবসায়ীদের জন্য বিশেষ ইকোনোমিক জোন তৈরির বিষয়টি চিন্তা-ভাবনা করা হচ্ছে।

এর আগে গত ১৮ সেপ্টেম্বর রাতে সালমান এফ রহমানের নেতৃত্বে বাংলাদেশের একটি প্রতিনিধি দল সৌদি সফরে যান। দেশটির সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক জোরদার ও উন্নয়নই এই সফরের মূল লক্ষ্য বলে জানানো হয়।

শেয়ার