Top

সান্তাহারে সোনালী ব্যাংক ১৪ দিন বন্ধ ঘোষণা

১০ জুন, ২০২০ ৯:২০ অপরাহ্ণ
সান্তাহারে সোনালী ব্যাংক ১৪ দিন বন্ধ ঘোষণা

বগুড়ার আদমদীঘিতে সান্তাহার পৌর শহরের ঘোড়াঘাট সোনালী ব্যাংক শাখার এক কর্মকর্তা করোনায় আক্রান্ত হয়েছেন।

এ ঘটনায় বুধবার (১০ জুন) থেকে আগামী ১৪ দিন ব্যাংকের শাখাটি বন্ধ ঘোষণা করা হয়েছে।

আদমদীঘি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শহীদুল্লাহ দেওয়ান এ তথ্য নিশ্চিত করেন।

ঘোড়াঘাট সোনালী ব্যাংক শাখার ম‌্যানেজার ফারুক হোসেন জানান, গত রোববার (৭ জুন) সকালে ওই ব্যাংক কর্মকর্তা বগুড়ায় তার নমুনা পরীক্ষা করতে দেন। পরের দিন সোমবার রাতে তার ফলাফল পজিভিট আসে।

এরপর মঙ্গলবার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয়ের স্মারক মোতাবেক সোনালী ব্যাংক বগুড়ার প্রিন্সিপাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজারের নির্দেশে ব্যাংকের সান্তাহার শাখাটি ১০ জুন থেকে ২৩ জুন পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়।

তবে শাখাটি বন্ধ থাকাকালীন পার্শ্ববর্তী শাখা থেকে গ্রাহদের লেনদেন করতে ব্যাংকের সামনে একটি বিজ্ঞপ্তি ঝুলিয়ে দেওয়া হয়েছে।

এদিকে আক্রান্ত ব্যাংক কর্মকর্তাকে মাইক্রোবাসযোগে রংপুরে তার নিজ বাড়িতে আইসোলেশনে রেখে চিকিৎসা করানো হচ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

শেয়ার