Top
সর্বশেষ

ভারতে সোহেল রানার সঙ্গে দেখা করতে গিয়ে বাংলাদেশি গ্রেপ্তারের খবর

২৬ সেপ্টেম্বর, ২০২১ ৪:১৬ অপরাহ্ণ
ভারতে সোহেল রানার সঙ্গে দেখা করতে গিয়ে বাংলাদেশি গ্রেপ্তারের খবর

ভারতে অবৈধ অনুপ্রবেশের দায়ে দেশটির সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের হাতে আটক হওয়া ই-কমার্স প্রতিষ্ঠান ই-অরেঞ্জের অন্যতম মালিক বরখাস্ত হওয়া বনানী থানার পরিদর্শক (তদন্ত) শেখ সোহেল রানার সঙ্গে দেখা করতে গিয়ে এক বাংলাদেশি গ্রেপ্তার হয়েছেন।

পশ্চিমবঙ্গের শিলিগুড়ির একটি হোটেল থেকে মোহাম্মদ বাহারুল নামের ওই বাংলাদেশিকে গ্রেপ্তার করা হয় বলে ভারতীয় সংবাদমাধ্যম টিভি নাইন বাংলা ডটকম খবর দিয়েছে।

রবিবার (২৬ সেপ্টেম্বর) তাদের এক অনলাইন প্রতিবেদনে বলা হয়েছে, বাহারুল শিলিগুড়ির একটি হোটেলে ঘাঁটি গেড়েছিলেন। সেখান থেকেই তিনি মেখলিগঞ্জের জেলে বন্দি সোহেল রানার সঙ্গে যোগাযোগের চেষ্টা চালাচ্ছিলেন।

অবৈধ পথে ভারত থেকে নেপালে যাওয়ার চেষ্টাকালে চলতি মাসের শুরুর দিকে কুচবিহারের চ্যাংড়াবান্ধা সীমান্ত থেকে বিএসএফের হাতে আটক হন সোহেল রানা। পরে তাকে অবৈধভাবে অনুপ্রবেশের অভিযোগ এনে গ্রেপ্তার দেখিয়ে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেয় মেখলিগঞ্জ পুলিশ।

সোহেল রানার কাছ থেকে বিভিন্ন দেশের ভিসা পাওয়া ও আন্তর্জাতিক ক্রেডিট কার্ড পাওয়া যায় বলে খবর আসে ভারতীয় গণমাধ্যমে। তাকে দেশে ফেরাতে বাংলাদেশের পক্ষ থেকে তিন দফায় ভারতীয় কর্তৃপক্ষকে চিঠি দেওয়া হলেও তাদের তরফে এখন পর্যন্ত এ বিষয়ে কোনো সাড়া পাওয়া যায়নি বলে জানা গেছে।

শিলিগুড়ি পুলিশের বরাত দিয়ে টিভি নাইন বাংলা বলছে, গত ৯ সেপ্টেম্বর বাহারুল শিলিগুড়িতে আসে। বাংলাদেশ থেকে বিশেষ কোনও বার্তা সোহেল রানাকে পৌঁছে দেয়ার জন্যই বাহারুল শিলিগুড়িতে অবস্থান নেয় বলে ধারনা করা হচ্ছে। তিনদিন হোটেলে কাটিয়ে কলকাতা যাওয়ার কথা বলে হোটেল ছাড়ার তিনদিন পরে তিনি আবার ফিরে আসেন। তবে এই তিনদিন কলকাতার পরিবর্তে আসামের গুয়াহাটি ছিল বলে জানতে পেরেছে পুলিশ।

ভারতীয় পুলিশ সূত্র বলছে, বাংলাদেশের পাসপোর্টধারী বাহারুল সোহেল রানাকে কোনো বার্তা পৌঁছে দিতে বা তার কাছ থেকে কোনো গোপন তথ্য জানতে চেষ্টা করছিলেন। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

শেয়ার