Top
সর্বশেষ

গ্রে অ্যাডভারটাইজিং বাংলাদেশ জিতল ‘গ্র্যান্ড এফি’

২৬ সেপ্টেম্বর, ২০২১ ৯:১৩ অপরাহ্ণ
গ্রে অ্যাডভারটাইজিং বাংলাদেশ জিতল ‘গ্র্যান্ড এফি’

সম্প্রতি মার্কেটিং উৎকর্ষতায় কার্যকর, বেস্ট-ইন-দ্য-ক্লাস বা সেরাদের সেরা স্বীকৃতির উদ্দেশ্যে ভার্চুয়ালি আয়োজিত হয়েছে ‘এপিএসি এফি অ্যাওয়ার্ডস ২০২১’।

প্রতিযোগিতায় শতাধিক ফাইনালিস্টের সঙ্গে লড়াই করে, গ্রে অ্যাডভারটাইজিং বাংলাদেশ লিমিটেড, প্রজেক্ট অ্যাগ্রোব্যাংকিংয়ের জন্য বেস্ট-ইন-শো তথা, গ্র্যান্ড এফি পুরস্কার অর্জন করে। প্রজেক্ট অ্যাগ্রোব্যাংকিং, বিশ্বের প্রথম আর্থিক পরিষেবা, যা ব্যাংক অ্যাকাউন্টহীন কৃষকদের দারিদ্র্যতা থেকে মুক্তি দেওয়ার জন্য তাদের অবিক্রীত পণ্যগুলোকে ব্যাংক অ্যাকাউন্টে রূপান্তর করে সঞ্চয়ের সুযোগ সৃষ্টি করে।

গ্রে অ্যাডভারটাইজিং বাংলাদেশ লিমিটিডে, তাদের ক্লায়েন্ট, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেড (প্রজেক্ট অ্যাগ্রো ব্যাংকিং-এর ব্যাংকিং পার্টনার) এবং এসিআই লজিস্টিকস (প্রজেক্ট অ্যাগ্রো ব্যাংকিং-এর রিটেইল এবং লজিস্টিক পার্টনার) এর সঙ্গে যৌথভাবে বাংলাদেশের জন্য প্রথমবারের মতো এই গ্র্যান্ড এফি ও গোল্ড এফি পুরস্কারটি জিতে নিল। গ্র্যান্ড এফি ছাড়াও, প্রকল্পটি আরও ২টি স্বর্ণ এবং ১টি রৌপ্য জয় করে।

একইসঙ্গে এই আয়োজনে, গ্রে গ্রুপ ‘এজেন্সি নেটওয়ার্ক অব দ্য ইয়ার’ হিসেবে ২য় স্থান অর্জন করে। এ বছর, ১৪টি অঞ্চলের ১২৩টি ফাইনালিস্ট শীর্ষ পুরস্কারের জন্য লড়াই করে, যাদের মধ্য থেকে ৭১টি বিজয়ী হওয়ার সৌভাগ্য অর্জন করে। এদের মধ্যে ১টি গ্র্যান্ড এফি, ১৭টি স্বর্ণ, ২৯টি রৌপ্য ও ২৪টি ব্রোঞ্জ পদক অর্জন করে।

প্রজেক্ট অ্যাগ্রোব্যাংকিং-এর আগেও আরও অনেক পুরস্কারে ভূষিত হয়েছে। এর মধ্যে অন্যতম হলো- ওয়ার্ক প্রাইজ ফর এশিয়ান স্ট্র্যাটেজি ২০২০-এ গ্র্যাঁ প্রিঁ এবং ক্যাটাগরি ডিসপ্রেটার স্পেশাল অ্যাওয়ার্ড, কানস লায়ন্স ইন্টারন্যাশনাল ফেস্টিভাল অব ক্রিয়েটিভিটি ২০২০/২১-এ দু’টি কানস লায়ন্স (১টি সিলভার, ১টি ব্রোঞ্জ), কানস লায়ন্স ইন্টারন্যাশনাল ফেস্টিভ্যাল অব ক্রিয়েটিভিটি ২০১৯-এ ৩টি কানস লায়ন্স (২টি সিলভার এবং ১টি ব্রোঞ্জ) এবং স্পাইকস এশিয়া ২০১৯-এ ৯টি স্পাইক (১টি গ্র্যাঁ প্রিঁ, ২টি গোল্ড, ৩টি সিলভার এবং ৩টি ব্রোঞ্জ)।

শেয়ার