Top

জাল নোট সনাক্তকরণে মানিচেঞ্জারগুলোকে নির্দেশনা

২৭ সেপ্টেম্বর, ২০২১ ৮:২৪ অপরাহ্ণ
জাল নোট সনাক্তকরণে মানিচেঞ্জারগুলোকে নির্দেশনা

আসল নোট চেনার উপায় সম্বলিত পোস্টার এবং জাল নোট সনাক্তকারী মেশিনের ব্যবহার নিশ্চিত করার জন্য মানিচেঞ্জার প্রতিষ্ঠানকে নিদের্শ দেওয়া হয়েছে।

সোমবার (২৭ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা নীতি বিভাগ হতে দেশে কার্যরত সকল মানিচেঞ্জার প্রতিষ্ঠানকে এই নির্দেশনা দেওয়া হয়।

এত বলা হয়, দেশে কার্যরত সকল মানিচেঞ্জার প্রতিষ্ঠানের অফিসে আসল নোট চেনার উপায় সম্বলিত পোস্টার বাংলাদেশ ব্যাংকের ওয়েভসাইট থেকে সংগ্রহ করে তা প্রিন্ট করে গ্রহকদের দৃষ্টিগোচরযোগ্য স্থানে প্রদর্শন করার জন্য পরামর্শ প্রদান করা হলো। প্রদর্শনীতে থাকবে ১০০, ২০০, ৫০০, ১০০০ টাকার নোট। পোস্টারের আকৃতি নির্ধারণ করা হয়েছে ন্যূনতম উচ্চতা ১৮ সেন্টিমিটার এবং প্রস্থ সাড়ে ১৪ সেন্টিমিটার।এছাড়াও অফিসে জাল নোট সনাক্তকারী মেশিনের ব্যবহার নিশ্চিত করার কথা বলা হয়েছে।

উল্লেখ, দেশের প্রধান দুই শহর ঢাকা এবং চট্টগ্রামসহ দেশে কেন্দ্রীয় ব্যাংকের অনুমদিত ২৩৪ টি মানিচেঞ্জার রয়েছে।  খোলা বাজারে বৈদেশিক মুদ্রা লেনদেন করে থাকে মানিচেঞ্জার প্রতিষ্ঠানগুলো।

শেয়ার