Top

হিসাবে স্বচ্ছতা এলে করের বোঝা কমবে: এনবিআর চেয়ারম্যান

২৮ সেপ্টেম্বর, ২০২১ ৬:২৫ অপরাহ্ণ
হিসাবে স্বচ্ছতা এলে করের বোঝা কমবে: এনবিআর চেয়ারম্যান

‘ডিবিএস সিস্টেম চালুর ফলে হিসাবে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত হবে। ভুয়া অডিট ও জাল রিপোর্ট প্রতিরোধ হবে। এতে করে একদিকে রাজস্ব ফাঁকি কমবে, অন্যদিকে আর্থিক খাতে শৃঙ্খলা ফিরে আসবে। একই সঙ্গে সরকার সঠিক রাজস্ব পাবে। ভ্যাট কমপ্লায়েন্স বৃদ্ধি পাবে। এছাড়াও হিসাবে স্বচ্ছতা প্রতিষ্ঠিত হলে করের বোঝা কমবে বলে জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান আবু হেনা মোহাম্মদ রহমাতুল মুনিম।

জাতীয় রাজস্ব বোর্ড ও আইসিএবির সঙ্গে মঙ্গলবার ডকুমেন্ট ভেরিফিকেশন সিস্টেম (ডিবিএস) সফটওয়ার বিষয়ক সমঝোতা স্মারক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

এনবিআর চেয়ারম্যান বলেন, ‘ডিবিএস সিস্টেম চালুর ফলে হিসাবে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত হবে। ভুয়া অডিট ও জাল রিপোর্ট প্রতিরোধ হবে। এতে করে একদিকে রাজস্ব ফাঁকি কমবে। অন্যদিকে আর্থিক খাতে শৃঙ্খলা ফিরে আসবে। একই সঙ্গে সরকার সঠিক রাজস্ব পাবে। ভ্যাট কমপ্লায়েন্স বৃদ্ধি পাবে।’

অনুষ্ঠানে আইসিএবির প্রেসিডেন্ট মাহমুদুর রহমান খশরুর নেতৃত্বে একটি প্রতিনিধি দল উপস্থিত ছিলেন। আর এনবিআরের মধ্যে উপস্থিত ছিলেন সিনিয়র সদস্য আলমগীর হোসেন, সৈয়দ গোলাম কিবরিয়া, মাসুদ সাদিক ও আব্দুল মান্নানসহ আরও অনেকে।

আইসিএবির পক্ষে সমঝোতা স্মারকে সই করেন মাহমুদুর রহমান খশরু। আর এনবিআরের পক্ষে সই করেন সদস্য (ভ্যাট নীতি) মাসুদ সাদিক।

শেয়ার