Top

শিক্ষক ফারহানাকে বহিষ্কারের দাবিতে আজও আন্দোলনে শিক্ষার্থীরা

৩০ সেপ্টেম্বর, ২০২১ ৩:০৭ অপরাহ্ণ
শিক্ষক ফারহানাকে বহিষ্কারের দাবিতে আজও আন্দোলনে শিক্ষার্থীরা

সিরাজগঞ্জের শাহজাদপুরে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ১৪ জন শিক্ষার্থীর চুলকেটে দেওয়ার আলোচিত ঘটনায় অভিযুক্ত সাংস্কৃতিক ঐতিহ্য ও বাংলাদেশ অধ্যয়ন বিভাগের প্রভাষক ফারহানা ইয়াসমিন বাতেনকে বহিষ্কারের দাবিতে তৃতীয় দিনের মত অনড় রয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা।

গত দিনের মত বৃহস্পতিবার সকালেও একাডেমিক ও প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে ভিসি ও রেজিস্ট্রারসহ শিক্ষকদের অবরুদ্ধ করে ফটকের সামনে আন্দোলন করেন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা।

বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত ভিসি আব্দুল লতিফ বৃহস্পতিবার দুপুরে জানান, শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশে আজ (বৃহস্পতিবার) রাত ৮টায় জরুরি সিন্ডিকেট সভার আহ্বান করা হয়েছে। সভায় ফারহানার বিষয় নিয়ে আলোচনা হবে। তাকে স্থায়ীভাবে বহিষ্কার করা হবে, নাকি অন্য শাস্তি প্রদান করা হবে, সে বিষয়টি আলোচনা করা হবে।

প্রসঙ্গত গত রোববার বিশ্ববিদ্যালয়ের ১৪ জন শিক্ষার্থীর চুল কেটে দেওয়ার অভিযোগে ওঠার পর শিক্ষক ফারহানাকে বহিষ্কারের দাবিতে শিক্ষার্থীরা আন্দোলন শুরু করে।

শেয়ার