Top
সর্বশেষ

সাফের উদ্বোধনী দিনে আজ শ্রীলংকার মুখোমুখি বাংলাদেশ

০১ অক্টোবর, ২০২১ ৫:০৬ অপরাহ্ণ
সাফের উদ্বোধনী দিনে আজ শ্রীলংকার মুখোমুখি বাংলাদেশ

মালদ্বীপের রাজধানী মালেতে আজ শুক্রবার দক্ষিণ এশিয়ার ফুটবল শ্রেষ্ঠত্বের লড়াই সাফ চ্যাম্পিয়াশিপ মাঠে গড়াচ্ছে।

মালে সিটির ন্যাশনাল স্টেডিয়ামে আজ বিকেল ৫টায় নিজেদের প্রথম ম্যাচে শ্রীলংকার মুখোমুখি হবে বাংলাদেশ। রাত দশটায় দিনের দ্বিতীয় ম্যাচে স্বাগতিক মালদ্বীপের মোকাবেলা করবে নেপাল।

আগের চার আসরে ১২ বার মুখোমুখি হয়েছে দুদল। এরমধ্যে বাংলাদেশ দল ৭টি ম্যাচে পরাজিত, ২টি ম্যাচে ড্র এবং ৩টি ম্যাচ জয়ী হয়। অংশগ্রহণকারী দলের মধ্যে ফিফা র্যাংকিংএ এগিয়ে ভারত। তাদের অবস্থান ১০৭ এ। এরপর মালদ্বীপ ১৬০ ও নেপাল ১৬৮। শুধু শ্রীলংকার চেয়ে এগিয়ে বাংলাদেশ। বাংলাদেশের অবস্থান ১৮৯ এবং শ্রীলংকার অবস্থান ২০৫। অপেক্ষাকৃত দুর্বল দল হওয়ায় জয় দিয়ে শুরুর ব্যাপারে আত্মবিশ্বাসী অস্কার ব্রুজেনের শিষ্যরা।

শ্রীলঙ্কার সঙ্গে সবশেষ বাংলাদেশের দেখা হয়েছিল ২০০৯ সালে। সেবার এনামুল হকের জোড়া গোলে ২-১ ব্যবধানে জিতেছিল বাংলাদেশ। দুই দলের সবশেষ দেখা ২০২০ সালে, বঙ্গবন্ধু গোল্ড কাপে। মতিন মিয়া ও মোহাম্মদ ইব্রাহিমের নৈপুণ্যে ৩-০ ব্যবধানে জিতেছিল বাংলাদেশ।

শেয়ার