বঙ্গবন্ধুকে হত্যার পর যারা প্রতিবাদ করেছেন তাদের অনেককেই জিয়াউর রহমান হত্যা করেছেন। সাবেক এমপি কামরুন নাহার পুতুলের স্বামী বীর মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান পটলকে বঙ্গবন্ধু হত্যার প্রতিবাদ করায় নির্মমভাবে হত্যা করা হয়, বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সংসদের ২০২০-২০২১ সালের বাজেট অধিবেশনের শুরুতে আজ (বুধবার) প্রয়াত সাংসদ হাবিবুর রহমান মোল্লার মৃত্যুতে শোক প্রস্তাবের আলোচনায় প্রধানমন্ত্রী এসব কথা বলেন।
শোক প্রস্তাবের বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, ১৯৮১ সালে বাংলাদেশে ফিরে আসার পর যাদেরকে সব সময় পাশে পেয়েছেন প্রয়াত সংসদ সদস্য হাবিবুর রহমান মোল্লা তাদের একজন। অত্যন্ত সাহসী ও ত্যাগী নেতা ছিলেন তিনি। প্রতিটি আন্দোলন-সংগ্রামে প্রথম কাতারে থেকে নেতৃত্ব দিয়েছেন।
এছাড়া প্রয়াত সাবেক সাংসদ হাজী মকবুল হোসেন ও জাতীয় অধ্যপক আনিসুজ্জামানসহ আরও এই ক্রান্তিলগ্নে যাদের মৃত্যু হয়েছে তাদের সবাইকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন তিনি।