Top
সর্বশেষ

দেশে বিনিয়োগে আগ্রহী আলজেরিয়ার বিনিয়োগকারীরা

০৪ অক্টোবর, ২০২১ ৭:৩২ অপরাহ্ণ
দেশে বিনিয়োগে আগ্রহী আলজেরিয়ার বিনিয়োগকারীরা

বাংলাদেশের বিদ্যুৎ ও জ্বালানি খাতে আলজেরিয়ার বিনিয়োগকারীদের আগ্রহের কথা জানিয়েছেন আলজেরিয়ার রাষ্ট্রদূত রাবাহ্ লারবি। সোমবার (৪ অক্টোবর) বাংলাদেশে নিযুক্ত আলজেরিয়ার রাষ্ট্রদূত রাবাহ্ লারবি ও ডিসিসিআই সভাপতি রিজওয়ান রাহমানের মধ্যকার দ্বিপাক্ষিক বাণিজ্য বৈঠক অনুষ্ঠিত হয়।

রাষ্ট্রদূত রাবাহ্ লারবি বলেন, দুই দেশের বাণিজ্য সংগঠন বা চেম্বারসমূহ যদি নিয়মিত যোগাযোগ রক্ষা করতে পারে তাহলে দ্বি-পাক্ষিক বাণিজ্য বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। এ জন্য সরাসরি যোগাযোগের উপর বেশি গুরুত্ব দিতে হবে। বাংলাদেশের ব্যবসায়ীদের আলজেরিয়া থেকে সার, সিমেন্ট ও ফল আমদানি করার আহ্বান জানান।

বৈঠকে ডিসিসিআই সভাপতি রিজওয়ান রাহমান বলেন, ২০১৯-২০ অর্থবছরে বাংলাদেশ ও আলজেরিয়ার মধ্যকার দ্বি-পাক্ষিক বাণিজ্যের পরিমাণ ৯৮.২৮ মিলিয়ন ডলারে উন্নীত হয়েছে। এর মধ্যে বাংলাদেশের রফতানির পরিমাণ ছিল ৫.৯০ মিলিয়ন মার্কিন ডলার ও আমদানির পরিমাণ ছিল ৯২.৩৮ মিলিয়ন ডলার। বাণিজ্য ঘাটতি মোটেও আশাব্যঞ্জক নয়। বাংলাদেশ থেকে আলজেরিয়াতে মূলত তৈরি পোশাক রফতানি হয়ে থাকে, অপরদিকে বাংলাদেশ আলজেরিয়া থেকে বিভিন্ন খনিজ দ্রব্য আমদানি করে।

এ সময় ডিসিসিআই সভাপতি আলজেরিয়াতে আরও বেশি সংখ্যক দক্ষ মানবসম্পদ নেওয়ার জন্য আলজেরিয়ার রাষ্ট্রদূতকে আহ্বান জানান।

শেয়ার