Top
সর্বশেষ

বেনজেমার জোড়া গোলে শেষ ষোলোতে রিয়াল

১০ ডিসেম্বর, ২০২০ ১২:৪৯ অপরাহ্ণ
বেনজেমার জোড়া গোলে শেষ ষোলোতে রিয়াল
স্পোর্টস ডেস্ক :

জোড়া গোলের নৈপুণ্য দেখালেন করিম বেনজেমা। তার মাথা ছোঁয়া দুই গোলেই জিতল রিয়াল মাদ্রিদ। ঘরের মাঠে বরুশিয়া মনচেনগ্লাডবাখকে ২-০ গোলে ধরাশায়ী করে স্প্যানিশ চ্যাম্পিয়নরা পৌঁছে গেছে চ্যাম্পিয়নস লিগের নকআউট পর্বে। হারলেও প্রতিপক্ষ মনচেনগ্লাডবাখও জায়গা করে নিয়েছে শেষ ১৬ পর্বে।

রিয়াল ম্যাচটা শুরু করেছিল গ্রুপের তৃতীয় স্থান থেকে। গ্রুপ পর্ব থেকে বিদায় নেওয়ার আশঙ্কায়ও পড়ে গিয়েছিল তারা। তবে শেষ ম্যাচে করিম বেনজেমা জ্বলে ওঠায় সেই শঙ্কা দূর আকাশে মিলিয়ে গেছে কোচ জিনেদিন জিদানের দলের।

বেনজেমার দুই গোলে সহায়তা করেন লোকাস ভাসকুয়েজ ও রদ্রিগো।

বি গ্রুপের অন্য ম্যাচে শাখতার দোনেৎস্ক ও ইন্টার মিলান গোল শূন্য ড্র করে আসর থেকে বিদায় নিয়েছে। পরের পর্বে কোয়ালিফাই করার জন্য দৃদলেরই জয়ের দরকার ছিল। কিন্তু সান সিরোর ম্যাচ ড্র হওয়ায় দুদলের স্বপ্নটাই ভেঙে গেছে।

বাণিজ্য প্রতিদিন/এমআর

শেয়ার