Top
সর্বশেষ

কাস্টমসের ৯৩ রাজস্ব কর্মকর্তার রদবদল

০৭ অক্টোবর, ২০২১ ৯:০৫ অপরাহ্ণ
কাস্টমসের ৯৩ রাজস্ব কর্মকর্তার রদবদল

কাস্টমস বিভাগের ৯৩ রাজস্ব কর্মকর্তাকে পদায়ন/বদলি করা হয়েছে। রাজস্ব আহরণে গতি ফেরাতে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, সিলেট, কুমিল্লা, মংলা, রংপুর, যশোর ও বেনাপোলের বিভিন্ন কাস্টমস অফিসে তাদের পদায়ন/বদলি করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

বৃহস্পতিবার (৭ অক্টোবর) এনবিআরের দ্বিতীয় সচিব আবুল হাসেমের সই করা আদেশ সূত্রে এসব তথ্য জানা গেছে। প্রতিষ্ঠানটির পরিচালক (জনসংযোগ) কর্মকর্তা সৈয়দ এ মু’মেন বিষয়টি নিশ্চিত করেছেন।

পদায়ন/বদলিকৃত রাজস্ব কর্মকর্তাদের আগামী ১৪ অক্টোবরের মধ্যে নির্ধারিত কর্মস্থলে যোগদান করতে বলা হয়েছে আদেশে।

শুল্ক, আবগারি ও ভ্যাট বিভাগের ২৫৮ জন সহকারী রাজস্ব কর্মকর্তাকে অস্থায়ী থেকে স্থায়ী করা হয়েছে এনবিআরের অন্য এক আদেশে।

এছাড়া, আরেক আদেশে সহকারী কমিশনার মো. দিলদার হোসেন ভূঁইয়া ঢাকার আইসিডি কাস্টম হাউস থেকে কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট (আপিল) কমিশনারেট, ঢাকা-২ এ বদলি করা হয়েছে।

যে ৯৩ রাজস্ব কর্মকর্তাকে বদলি/পদায়ন করা হলো

শেয়ার