Top
সর্বশেষ

টিসিবির ট্রাকে বাড়ল পেঁয়াজের বরাদ্দ

১০ অক্টোবর, ২০২১ ৩:৫৬ অপরাহ্ণ
টিসিবির ট্রাকে বাড়ল পেঁয়াজের বরাদ্দ

বাজারে পেঁয়াজের দাম অস্থিতিশীল হওয়াতে সোমবার থেকে ট্রাকপ্রতি পেঁয়াজের বরাদ্দ বাড়াচ্ছে সংস্থাটি। এর আগে গত বুধবার নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য সহনীয় রাখতে ট্রাকে পণ্য বিক্রি করছে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)।

টিসিবি জানিয়েছে, সোমবার থেকে প্রতি ট্রাকে ৭০০ কেজি করে পেঁয়াজ বরাদ্দ দেওয়া হবে। যা দু’দিন আগেও ৫০০ কেজির কম ছিল।

টিসিবির মুখপাত্র হুমায়ুন কবির বলেন, পেঁয়াজের বাজার অস্থিতিশীল। এ সময় টিসিবির তুরস্ক থেকে আমদানি করা পেঁয়াজ চট্টগ্রাম বন্দরে এসেছে। তাই সোমবার থেকে বেশি করে বরাদ্দ দেওয়া হবে। পর্যায়ক্রমে আরও বরাদ্দ বাড়বে।

তিনি বলেন, আগামীকাল তুরস্ক থেকে ১ হাজার টন পেঁয়াজ আসছে। পর্যায়ক্রমে আগামী জানুয়ারি মাস পর্যন্ত বিভিন্ন লটে পেঁয়াজ এসে পৌঁছাবে।

এই বিক্রয় কার্যক্রম গত ৬ অক্টোবর থেকে শুরু হয়ে আগামী ২৮ অক্টোবর পর্যন্ত চলমান থাকবে। তবে সাপ্তাহিক ছুটির দিনে ট্রাকগুলো বের হবে না।

টাক্সসেলে সাশ্রয়ী মূল্যে চারটি পণ্য পাওয়া যাবে। সয়াবিন তেল প্রতি লিটার একশো টাকা এবং মসুর ডাল ও চিনি প্রতি কেজি ৫৫ টাকা দামে বিক্রি হবে। এছাড়া পেঁয়াজ বিক্রি হবে প্রতি কেজি ৩০ টাকা দরে। একজন ক্রেতা ২ কেজি করে তেল চিনি ডাল ও ৪ কেজি পর্যন্ত পেঁয়াজ কিনতে পারবেন।

শেয়ার