Top
সর্বশেষ

চাঁদপুরে শিক্ষামন্ত্রীর সুস্থতা কামনায় দোয়া

১১ ডিসেম্বর, ২০২০ ৬:৫৯ অপরাহ্ণ
চাঁদপুরে শিক্ষামন্ত্রীর সুস্থতা কামনায় দোয়া
নিজস্ব প্রতিবেদক :

করোনায় আক্রান্ত চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনির সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে চাঁদপুর সদরের কল্যাণপুর ইউনিয়নের সকল জুমা মসজিদে আজ মিলাদের আয়োজন করা হয়।

মিলাদের আয়োজন করেন কল্যাণপুর ইউনিয়ন কমিউনিটি পুলিশি কমিটির সভাপতি মোঃ জয়নাল আবেদিন পাটাওয়ারীর ছেলে ও কেন্দ্রীয় আওয়ামী যুবলীগের নবনির্বাচিত সহ-সম্পাদক সাইফুল ইসলাম শাহীন পাটোয়ারীর ছোট ভাই সাবেক ছাত্রনেতা মোঃ নজরুল ইসলাম পাটোয়ারী।

নজরুল ইসলাম পাটোয়ারী বলেন, ‘বৈশ্বিক (কোভিড ১৯) মহামারীতে পুরো বিশ্ব এখন আক্রান্ত। এ ধারাবাহিকতায় বাংলাদেশে এর মহামারীর প্রভাব বিদ্যমান। আপনারা সবাই ইতোমধ্যে বিভিন্ন মাধ্যমে জেনেছেন শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি এমপি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। শিক্ষামন্ত্রীসহ কল্যাণপুর ইউনিয়নের সকলের রোগ মুক্তি ও সুস্থতা কামনা করছি।’ তিনি ইউনিয়নের ৩৫টি জুমা মসজিদে দোয়া ও মিলাদের আয়োজন করেন। তিনি বলেন, আমি নিজেও একটি হাসপাতালে (কোভিড-১৯) রোগীদের সেবায় নিয়োজিত আছি। কল্যাণপুর ইউনিয়নের সকলের সু-স্বাস্থ্য কামনা করে কেউ আক্রান্ত হলে তাকে সহযোগিতার আশ্বাস দেন তিনি।

বাণিজ্য প্রতিদিন/এমআর

শেয়ার