সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর পতনের শীর্ষে উঠে এসেছে মেট্রো স্পিনিং লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানির শেয়ার দর আগের দিনের চেয়ে ৮ দশমিক ৯৪ শতাংশ কমেছে। কোম্পানিটি ১ হাজার ৬২০ বারে ২৩ লাখ ৮৬ হাজার ৬৬৫ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৬ কোটি ৭৬ লাখ টাকা।
তালিকায় দ্বিতীয় স্থানে থাকা প্রাইম ফাইন্যান্সের শেয়ার দর আগের দিনের চেয়ে ৬ দশমিক ৩১ শতাংশ কমেছে। কোম্পানিটি ৮২৩ বারে ২৪ লাখ ১৮ হাজার ২৩ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৪ কোটি ৩৬ লাখ টাকা।
তালিকায় তৃতীয় স্থানে থাকা কেয়া কসমেটিকসের শেয়ার দর আগের দিনের চেয়ে ৪ দশমিক ৫৪ শতাংশ কমেছে। কোম্পানিটি ১ হাজার ২৬৩ বারে ৬১ লাখ ১ হাজার ৯৭৩ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৫ কোটি ২৪ লাখ টাকা।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানির মধ্যে রয়েছে- ইস্টার্ন ইন্স্যুরেন্সের ৪.৩২ শতাংশ, এশিয়া ইন্স্যুরেন্সের ৪.২২ শতাংশ, শ্যামপুর সুগারের ৪.১৪ শতাংশ, এক্সিম ব্যাংক ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ৪.১০ শতাংশ, এসোসিয়েটেড অক্সিজেনের ৪.০৯ শতাংশ, সিলকো ফার্মার ৩.৯৩ শতাংশ এবং মিথুন নিটিংয়ের শেয়ার দর ৩.৮৬ শতাংশ কমেছে।
পুঁজিবাজারের সব নিউজ সবার আগে পেতে থাকুন আমাদের সাথে—–
BP ShareBazar News–BP Stock News–BP Capital Views–Banijjo Protidin News–BP Capital News
বাণিজ্য প্রতিদিন/ এসকেএস