Top
সর্বশেষ
এখন পর্যন্ত রাষ্ট্রপতিকে সরানোর উদ্যোগ নেই: প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব শাহবাগে আর জনসভা ও সমাবেশ করতে না দেওয়ার সিদ্ধান্ত সরকারের স্কয়ার টেক্সটাইলসের লভ্যাংশ ঘোষণা ‘রাজনৈতিক কারণে নয়, শৃঙ্খলাভঙ্গের দায়ে ২৫২ এসআইকে অব্যাহতি’ সারদা পুলিশ একাডেমিতে প্রশিক্ষণরত ২৫২ এসআইকে অব্যাহতি চাঁদপুরে ধান ক্ষেতে ব্লাস্ট সংক্রমণে দুশ্চিন্তায় কৃষক জামায়াতের নিবন্ধন: খারিজ হওয়া আপিল পুনরুজ্জীবিত করলেন আদালত ছয় মাসে ব্যাংকগুলোর সিএসআর ব্যয় কমেছে ১২ শতাংশ ব্যাংকে পাঠানো রেমিট্যান্স ঠিকমতো পাচ্ছে না স্বজনরা আমিরাতে দ্রুত ভিসা সমস্যা সমাধানের আশ্বাস রাষ্ট্রদূতের

সবার আগে বিশ্বকাপের টিকেট কাটল জার্মানি

১২ অক্টোবর, ২০২১ ১১:০৭ পূর্বাহ্ণ
সবার আগে বিশ্বকাপের টিকেট কাটল জার্মানি

প্রথমার্ধে আক্রমণ গড়েও গোল পাচ্ছিল না জার্মানি। বিরতির পর হ্যান্সি ফ্লিকের দলকে আর আটকে রাখা যায়নি। আক্রমণের ধারা অব্যাহত রেখে উত্তর মেসিডোনিয়াকে রেখেছে তটস্থ। এরই সঙ্গে গোল উৎসবও করেছে। টিমো ভার্নারের জোড়া লক্ষ্যভেদে ৪-০ গোলে জয় নিয়ে মাঠ ছেড়েছে চারবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। বড় জয়ে প্রথম দল হিসেবে বাছাই পেরিয়ে কাতার বিশ্বকাপের মূল পর্বে জায়গা করে নিলো জার্মানি।

‘জে’ গ্রুপে জার্মানি ৮ ম্যাচে সপ্তম জয়ে ২১ পয়েন্ট নিয়ে শীর্ষেই আছে। বিপরীতে উত্তর মেসিডোনিয়া সমান ম্যাচে তৃতীয় হারে আগের ১২ পয়েন্ট নিয়ে টেবিলের তৃতীয় স্থানে আছে।

মেসিডোনিয়ার মাঠে বল দখলে রেখে শুরু থেকে আক্রমণ শানিয়েছে জার্মানি। কিন্তু গোলের দেখা পায়নি। ২৫ মিনিটে জার্মানির সার্জ নাব্রির শট গোলকিপার ডান দিকে ঝাঁপিয়ে পড়ে রুখে দেন। ৪৫ মিনিটে টিমো ভার্নারের শট পোস্টের নিচে লেগে প্রতিহত হলে এগিয়ে যাওয়া হয়নি জার্মানির।

বিরতির পর জার্মানি অন্য রূপে। প্রতিপক্ষকে বলতে গেলে তছনছ করে দিয়েছে। আক্রমণ হেনে একের পর এক করেছে লক্ষ্যভেদ। গোলের পেছনে থমাস মুলারের অবদানও কম নয়। দুটি গোলে রয়েছে এই অ্যাটাকিং মিডফিল্ডারের দারুণ অ্যাসিস্ট।

৫০ মিনিটে প্রথম গোলের দেখা পায় দলটি। থমাস মুলারের পাসে ফাঁকায় কাই হাভার্টজ লক্ষ্যভেদ করেন। ৭০ মিনিটে জার্মানি ব্যবধান বাড়িয়ে নেয়। থমাস মুলারের আলতো পাসে টিমো ভার্নার ডান পায়ের জোরালো শটে জাল কাঁপান।

তিন মিনিট পর জার্মানির স্কোরলাইন ৩-০ হয়। টিমো ভার্নার ডান পায়ের জোরালো বাকানো শটে দূরের পোস্ট দিয়ে বল জালে জড়িয়ে দেন।

৮৩ মিনিটে জার্মানি চতুর্থ গোল করে মেসিডোনিয়াকে ম্যাচ থেকে পুরোপুরি ছিটকে দেয়। বদলি নেমে জামাল মুসিয়ালা ক্যারিয়ারে প্রথম গোলও পেলেন। আদেয়েমির পাসে ১৮ বছর বয়সী মিডফিল্ডার গোলকিপারের পাশ দিয়ে নিঁখুত শটে লক্ষ্যভেদ করেন।

শেয়ার