Top
সর্বশেষ

নতুন এমপিও ভুক্ত শিক্ষকদের মুখে হাসি

২৪ মে, ২০২০ ১:০৬ পূর্বাহ্ণ
নতুন এমপিও ভুক্ত শিক্ষকদের মুখে হাসি

যে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান নতুন এমপিওভুক্ত হয়েছে যার মধ্যে কলেজ এবং স্কুল রয়েছে। তাদের মধ্যে যারা এমপিও এর জন্য আবেদন করেছে সেই আবেদনগুলো ১ম ধাপে যাচাই বাছাই করে প্রায় ৩৫০০ নতুন শিক্ষক তাদের বেতন ভাতা পেয়েছেন ঈদের পূর্বেই জুন ২০১৯ থেকে এপ্রিল ২০২০ পর্যন্ত। ঈদ বোনাস এবং পহেলা বৈশাখের বোনাস সহ তারা টাকা উত্তোলন করেছেন।

নতুন এমপিও ভুক্ত শিক্ষকদের জন্য এটি একটি বিরাট পাওয়া। ২য় ধাপের কাজ ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে। একত্রে এত বিশাল সংখ্যক শিক্ষক এমপিওভূক্ত অতীতে আর হয়নি।
কয়েকজন শিক্ষকের সাথে আলাপ করে তাদের প্রতিক্রিয়া জানা গেল তারা মাননীয় প্রধানমন্ত্রী , শিক্ষামন্ত্রনালয়ের মাননীয় মন্ত্র , মাননীয় উপমন্ত্রী এবং যারা এ কর্মযজ্ঞের সাথে সম্পৃক্ত ছিলেন তাদের প্রতি কৃতজ্ঞ। যেহেতু তারা এ অর্থটা পেয়েছে ঈদের আগে সেহেতু তাদের আনন্দ এবং খুশীটা একটু ভিন্ন মাত্রার। তারা এও বলেছেন এই করোনা সংকটের মধ্যেও সবাই কাজ করে তাদের হাতে অর্থ তুলে দিয়েছেন সে কারণে তারা সবার কাছে কৃতজ্ঞ।

লেখকঃ রতন কুমার মজুমদার
অধ্যক্ম, পুরানবাজার ডিগ্রি কলেজ, চাঁদপুর।

শেয়ার