সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে এনআরবিসি ব্যাংক লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিটির শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৯৬ শতাংশ। কোম্পানিটি ১ হাজার ৭৭২ বারে ১ কোটি ২২ লাখ ৭১ হাজার ৮৭৫ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৩৬ কোটি ৫৭ লাখ টাকা।
তালিকায় ২য় স্থানে থাকা ইস্টার্ন ইন্স্যুরেন্সের দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৮৮ শতাংশ। কোম্পানিটি ১ হাজার ১৩৭ বারে ৬ লাখ ৭৩ হাজার ২১৫ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৭ কোটি ৮৭ লাখ টাকা।
তালিকার ৩য় স্থানে থাকা জনতা ইন্স্যুরেন্সের দর বৃদ্ধি পেয়েছে ৮ দশমিক ১২ শতাংশ। কোম্পানিটি ১ হাজার ২৯০ বারে ১১ লাখ ৩৯ হাজার ২৪০ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৫ কোটি ৯১ লাখ টাকা।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- রিলায়েন্স ইন্স্যুরেন্সের ৭.৮৭ শতাংশ, জিকিউ বলপেনের ৭.১২ শতাংশ, নর্দার্ণ ইসলামী ইন্স্যুরেন্সের ৬.২৯ শতাংশ, ঢাকা ডাইংয়ের ৫.৯৩ শতাংশ, জেনেক্সের ৫.৪৬ শতাংশ, প্রাইম ইন্স্যুরেন্সের ৫.০৬ শতাংশ এবং পূরবী জেনারেল ইন্স্যুরেন্সের শেয়ার দর ৫.০৬ শতাংশ বেড়েছে।
পুঁজিবাজারের সব নিউজ সবার আগে পেতে থাকুন আমাদের সাথে—–
BP ShareBazar News–BP Stock News–BP Capital Views–Banijjo Protidin News–BP Capital News
বাণিজ্য প্রতিদিন/ এসকেএস