Top
সর্বশেষ
নারায়ণগঞ্জের সেই গডফাদার কোথায়: জামায়াত আমীর ইসরাইলের তৈরি বালুর ঢিবি থেকে ৬৬ ফিলিস্তিনির লাশ উদ্ধার আন্তর্জাতিক অপরাধ আদালতের ওপর ট্রাম্পের নিষেধাজ্ঞা ভাঙচুর-অগ্নিসংযোগের চেষ্টা শক্তভাবে প্রতিহত করবে সরকার: প্রধান উপদেষ্টা রিজার্ভ বেড়ে ফের ২০ বিলিয়ন ডলারের ঘরে একুশে পদক পাচ্ছেন মাহমুদুর রহমানসহ ১৪ বিশিষ্টজন ও নারী ফুটবল দল সরকারের বিবৃতি: শেখ হাসিনার উসকানিমূলক বক্তব্যে ক্রোধের বহিঃপ্রকাশ ৩২ নম্বরে ভাঙচুর দিনাজপুরে ৬টি আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী ঘোষণা ৬ হাজার ৫৩১ সহকারী শিক্ষকের নিয়োগ বাতিল অন্তর্বর্তী সরকারের ৬ মাস: আশা-নিরাশার দোলাচলে ব্যাংক খাত

কার ভ্যান ও বাইকের ত্রিমুখী সংঘর্ষে নিহত ৩

১৫ অক্টোবর, ২০২১ ১:০১ অপরাহ্ণ
কার ভ্যান ও বাইকের ত্রিমুখী সংঘর্ষে নিহত ৩

পাবনার ঈশ্বরদীতে প্রাইভেটকার, ভ্যান ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন।

শুক্রবার সকাল ৭টার দিকে উপজেলার বাশুদিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা মোটরসাইকেল ও ভ্যানের যাত্রী। তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় জানা যায়নি।

ঈশ্বরদী থানার ওসি আসাদুজ্জামান দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি বলেন, সকালে বাশুদিয়া এলাকায় প্রাইভেটকার, ভ্যান ও বাইকের ত্রিমুখী সংঘর্ষ হয়েছে। এতে বাইক ও ভ্যানের তিন যাত্রী নিহত হয়েছেন। তাদের পরিচয় জানার চেষ্টা চলছে।

শেয়ার